জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী
প্রকাশিতঃ 7:50 pm | January 25, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় তার ভাষণ শুরু হয়েছে।
ভাষণটি বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারসহ সকল বেসরকারি টিভি চ্যানেল ও রেডিওতে একযোগে সম্প্রচার করা হচ্ছে।
চতুর্থবারের মতো সরকার গঠনের পর এটাই জাতির উদ্দেশে প্রধানমন্ত্রীর প্রথম ভাষণ।
উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ বিপুল ব্যবধানে জয়ী হওয়ার পর শেখ হাসিনা টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করেন।
গত ৭ জানুয়ারি নতুন মন্ত্রিসভা গঠন করা হয়। নতুন সংসদের প্রথম অধিবেশন আগামী ৩০ জানুয়ারি শুরু হবে।
কালের আলো/এএ/এমএইচএ