ফাইটিং ফোর্সের প্রথম ব্যাটালিয়ন অধিনায়ক হলেন চার নারী সেনা কর্মকর্তা

প্রকাশিতঃ 4:49 pm | January 24, 2019

বিশেষ প্রতিবেদক, কালের আলো:

আরেকটি নতুন অধ্যায়ের সূচনা হলো বাংলাদেশ সেনাবাহিনীতে। চারজন নারী সেনা কর্মকর্তা প্রথমবারের মতো সেনাবাহিনীর আর্টিলারী এবং ইঞ্জিনিয়ার্স ব্যাটালিয়নের অধিনায়ক হিসেবে নিয়োগ পেয়েছেন। মেজর থেকে তাঁরা হয়েছেন লেফটেন্যান্ট কর্নেল।

গর্বিত এই নারী কর্মকর্তারা হলেন- মেজর সানজিদা হোসেন, আর্টিলারি; মেজর সৈয়দা নাজিয়া রায়হান, আর্টিলারি; মেজর ফারহানা আফরীন, আর্টিলারি ও মেজর সারাহ্ আমির, ইঞ্জিনিয়ার্স।

বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) সেনাবাহিনী সদর দফতরে পদোন্নতিপ্রাপ্ত এই চার নারী কর্মকর্তাকে র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ।

সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ লেফটেন্যান্ট কর্নেল পদোন্নতিপ্রাপ্ত নারী অফিসারকে র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন।

সেনাবাহিনীর মতো চ্যালেঞ্জিং পেশায় নিজেদের দক্ষতার দৌলতেই অপারেশনাল ফাইটিং ফোর্সের অধিনায়ক হিসেবে গর্বিত এই নারী সেনা কর্মকর্তারা নিজেদের যোগ্যতার স্বাক্ষর রেখেছেন। ফলে এই অধ্যায়কে স্মরণীয় করে রাখতেই তাদের লেফটেন্যান্ট কর্নেল পদের র‌্যাংক ব্যাজ পরিয়ে দিয়েছেন সেনাবাহিনী প্রধান।

সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ লেফটেন্যান্ট কর্নেল পদোন্নতিপ্রাপ্ত নারী অফিসারকে র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন।

জানা যায়, চৌকস সেনা প্রধান জেনারেল আজিজ আহমেদের বলিষ্ঠ নেতৃত্বে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক বাংলাদেশ সেনাবাহিনী দেশের পাশাপাশি গোটা বিশ্বেই দক্ষতা ও প্রশংসার সঙ্গে নানা কর্মকান্ড পালন করে যাচ্ছে। বাহিনীটির সদস্যরা একাগ্রতা, কর্মদক্ষতা ও নানাবিধ জনসেবামূলক কর্মকান্ডের জন্য সার্বজনীন আস্থা ও গ্রহণযোগ্যতা অর্জন করেছে।

ষোল কোটির বাংলাদেশের আস্থা ও গর্বের প্রতীক এই বাহিনীটির প্রধান জেনারেল আজিজ আহমেদের হাত ধরেই স্বাধীনতার ৪৭ বছর পর প্রথম নারী মেজর জেনারেল পায় বাংলাদেশ। বঙ্গবন্ধু কন্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নারীর ক্ষমতায়নের যুগান্তকারী পদক্ষেপের মধ্যে দিয়ে নতুন দিগন্তের সূচনা করেন এই সেনা প্রধান।

সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ লেফটেন্যান্ট কর্নেল পদোন্নতিপ্রাপ্ত নারী অফিসারকে র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন।

দেশের প্রথম নারী মেজর জেনারেল হিসেবে ডা: সুসানে গীতির পদোন্নতির চার মাসের মাথায় আরেকটি নতুন অধ্যায়ের সূত্রপাত করেন দেশপ্রেমিক এই সেনা প্রধান। তাদের যোগ্যতার প্রতি আশ্বস্ত হয়েই প্রথমবারের মতো চার নারী মেজরকে সেনাবাহিনীর আর্টিলারী এবং ইঞ্জিনিয়ার্স ব্যাটালিয়নের অধিনায়ক হিসেবে নিয়োগ দিয়ে ইতিবাচক ধারার পথচলা অব্যাহত রেখেছেন।

ঐতিহাসিক এই মাহেন্দ্রক্ষণে সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ বলেন, ‘বাংলাদেশে নারী কর্মকর্তারাও ছেলেদের মতোই অধিনায়কের যোগ্যতা অর্জন করতে পারে এটি একটি দৃষ্টান্ত। তাঁরা নিজেদের দক্ষতা দিয়ে এই যোগ্যতা অর্জন করেছে। আমি তাদের সাফল্য কামনা করি।’

কালের আলো/এএ/এমএইচএ