অধ্যাপক আলী আরাফাতের প্রশংসায় ড.হাছান, সহযোগিতা করতে চান একে অপরকে

প্রকাশিতঃ 6:42 pm | January 14, 2024

বিশেষ সংবাদদাতা, কালের আলো:

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী হিসেবে নিজের দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই বিভিন্ন মাধ্যমে অপপ্রচারকারীদের জবাবদিহির আওতায় আনার ঘোষণা দিয়েছেন অধ্যাপক মোহাম্মদ আলী আরাফাত। একই সঙ্গে তিনি বিদায়ী তথ্যমন্ত্রী ড.হাছান মাহমুদের কাছ থেকে ভবিষ্যতে সহযোগিতার প্রত্যাশা করেছেন। বর্তমান পররাষ্ট্রমন্ত্রী ড.হাছান মাহমুদও অভিন্ন কন্ঠে সহযোগিতার দৃঢ় অঙ্গীকার করেছেন। বলেছেন, তাঁরা একে অপরকে সহযোগিতা করবেন।

রোববার (১৪ জানুয়ারি) সচিবালয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপে এমন কথাই বলেন নতুন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ও বর্তমান পররাষ্ট্রমন্ত্রী। একই দিনে অধ্যাপক মোহাম্মদ আলী আরাফাত তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব বুঝে নিয়ে দাপ্তরিক কাজও শুরু করেন। শুভেচ্ছাও বিনিময়ের পাশাপাশি কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে পরিচিতও হয়েছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন স্মার্ট মন্ত্রীসভায় এবার প্রথমবারের মতো জায়গা করে নিয়েছেন বিশিষ্ট শিক্ষাবীদ ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ আলী আরাফাত। তিনি সরকারের বিরুদ্ধে নানা অপপ্রচার ও গুজবের বিরুদ্ধে বরাবরই সোচ্চার ছিলেন। ফলত আওয়ামী লীগের এই তরুণ নেতাকে তাঁর কর্মদক্ষতার পুরস্কার হিসেবে অতি গুরুত্বপূর্ণ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দিয়েছেন সরকারপ্রধান।

এই দায়িত্ব পাওয়ার পর রোববার (১৪ জানুয়ারি) সচিবালয়ে আসেন নতুন প্রতিমন্ত্রী। তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন সাবেক তথ্য ও সম্প্রচারমন্ত্রী ও বর্তমান পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ।

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে তথ্য মন্ত্রণালয়ের একটা সম্পর্ক আছে। ভবিষ্যতে তিনি পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের কাছ থেকে সহযোগিতা আশা করেন। নতুন পররাষ্ট্রমন্ত্রী ড.হাছান মাহমুদ নিজেও অধ্যাপক এ আরাফাতের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন। তিনি বলেছেন, ‘মোহাম্মদ আলী আরাফাত বয়সে নবীন হলেও বিচক্ষণ। তাঁরা একে অপরকে সহযোগিতা করবেন। সাংবাদিকদের জন্য অনেক কিছু করা হয়েছে। ভবিষ্যতে সেগুলোর ধারাবাহিকতা থাকবে।’

তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে চান নতুন প্রতিমন্ত্রী
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলেন, ‘দেশে মতপ্রকাশের স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা ও তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে কাজ করবো। তথ্যের অবাধ প্রবাহ ও মতপ্রকাশের স্বাধীনতা মুক্তিযুদ্ধের চেতনার অংশ। এ বিষয়ে সরকারের পূর্ণাঙ্গ প্রতিশ্রুতি রয়েছে।’

মোহাম্মদ আলী আরাফাত বলেন, ‘গণতন্ত্রের স্বার্থে, দেশের অগ্রগতির স্বার্থে তথ্যের অবাধ প্রবাহ, মতপ্রকাশের স্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতা খুবই গুরুত্বপূর্ণ। বর্তমান সরকার তা নিশ্চিত করেছে। আগামী দিনেও তা অব্যাহত থাকবে। কোনো গোষ্ঠী যদি অপপ্রচার করে, মতপ্রকাশের স্বাধীনতার অপব্যবহার করে, সেটা গণতন্ত্র ও সাধারণ মানুষের জন্য ক্ষতিকর। কারণ, মানুষ তা চায় না। যখন কেউ সাধারণ মানুষকে ধোঁকা দেয়, অসত্য তথ্য দেয়, সেটা মানুষের ওপর অবিচার হয়’-বলেন প্রতিমন্ত্রী।

কালের আলো/এমএএএমকে