আন্তর্জাতিক পরিমণ্ডলে ইএমই কোরের ভূমিকার প্রশংসা সেনাপ্রধানের

প্রকাশিতঃ 7:18 pm | December 27, 2023

নিজস্ব প্রতিবেদক, কালের আলো :

বাংলাদেশ সেনাবাহিনীর ইএমই কোরের বাৎসরিক অধিনায়ক সম্মেলনে আন্তর্জাতিক পরিমণ্ডলে ইএমই কোরের ভূমিকার উচ্ছ্বসিত প্রশংসা করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ড.এস এম শফিউদ্দিন আহমেদ। বুধবার (২৭ ডিসেম্বর) নীলফামারী জেলার সৈয়দপুর সেনানিবাসের ইএমই সেন্টার এন্ড স্কুলে অনুষ্ঠিত অধিনায়ক সম্মেলনে সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ কারিগরি কোরটির নানা দিক তুলে ধরেন তিনি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিডিও টেলি কনফারেন্স (ভিটিসি) এর মাধ্যমে সংযুক্ত ছিলেন সেনাপ্রধান।

আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, সেনাবাহিনী প্রধান বাৎসরিক অধিনায়ক সম্মেলনে উপস্থিত ইএমই কোরের অধিনায়ক ও অন্যান্য কর্মকর্তাদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। তিনি এই কোরের প্রযুক্তিগত উন্নয়ন, গবেষণা, পেশাগত দক্ষতা বৃদ্ধি ও ভবিষ্যৎ পরিকল্পনাসহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।

বক্তব্যের শুরুতেই জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ স্বাধীনতার মহান স্থপতি এবং সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়া সেনাবাহিনীর আধুনিকায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সার্বক্ষণিক দিকনির্দেশনা ও সকল প্রকার সহায়তার জন্য তিনি প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এবং ধন্যবাদ জ্ঞাপন করেন।

একই সঙ্গে তিনি মহান স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী ইএমই কোরের বীর সেনানীসহ সকল বীর মুক্তিযোদ্ধাদের স্মরণ করেন। সেনাবাহিনী প্রধান ইএমই কোরের গৌরবোজ্জ্বল ঐতিহ্য এবং দেশমাতৃকার সেবায় এই কোরের অবদানের কথা উল্লেখ করেন। সেনাপ্রধান কোরের প্রতিটি সদস্যকে অভিনন্দন জানান। এছাড়াও তিনি আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় সদা প্রস্তুত থাকতে এই কোরের সকল সদস্যের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে ইএমই কোরের কর্নেল কমান্ডেন্ট সেনাবাহিনীর কিউএমজি লেফটেন্যান্ট জেনারেল মো. সাইফুল আলমসহ উর্ধ্বতন সামরিক কর্মকর্তা, অন্যান্য অফিসার, জুনিয়র কমিশন্ড অফিসার, অন্যান্য পদবির সেনাসদস্যরা উপস্থিত ছিলেন।

কালের আলো/এমএএএমকে