আর্মি স্টেডিয়ামে ‘জয়ধ্বনি কনসার্টে’ মনোমুগ্ধকর পরিবেশনা
প্রকাশিতঃ 9:00 am | December 27, 2023

কালের আলো ডেস্ক:
মহান বিজয় দিবস উপলক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক তত্ত্বাবধানে ‘জয়ধ্বনি কনসার্ট’ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) আর্মি স্টেডিয়ামের কনসার্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ড. এস এম শফিউদ্দিন আহমেদ।
অনুষ্ঠানে আর্মি অর্কেস্ট্রা ও বিভিন্ন অতিথি শিল্পীদের মনোমুগ্ধকর পরিবেশনা অনুষ্ঠানটিকে উপভোগ্য করে তোলে।
মহান বিজয় দিবস উপলক্ষ্যে আয়োজিত কনসার্টে ঊর্ধ্বতন সামরিক ও অসামরিক কর্মকর্তাবৃন্দ, অন্যান্য অফিসার, জুনিয়র কমিশন্ড অফিসার, অন্যান্য পদবির সেনাসদস্য ও তাদের পরিবারবর্গ এবং গণমাধ্যম ব্যক্তিবর্গ আর্মি স্টেডিয়ামে উপস্থিত থেকে অনুষ্ঠানটি উপভোগ করেন।
কালের আলো/ডিএস/এমএম