পদোন্নতি পেয়ে অবসরে সাবেক কারা মহাপরিদর্শক

প্রকাশিতঃ 12:27 am | January 09, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলোঃ

মেজর জেনারেল হিসেবে পদোন্নতি পেয়ে অবসর গ্রহণ করলেন সদ্য সাবেক কারা মহাপরিদর্শক সৈয়দ ইফতেখার উদ্দীন।

মঙ্গলবার (৮ জানুয়ারি) সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ তাকে মেজর জেনারেলের র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন।

২০১৩ সালের জানুয়ারিতে ব্রিগেডিয়ার জেনারেল পদে থেকে কারা মহাপরিদর্শক নিযুক্ত হন সৈয়দ ইফতেখার। প্রায় ছয় বছর এই পদে দায়িত্ব পালন করেন তিনি। গত ২৮ নভেম্বর এক প্রজ্ঞাপনে ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মোস্তফা কামাল পাশাকে তার স্থলাভিষিক্ত করা হয়। অন্যদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগে ন্যস্ত করা হয় সৈয়দ ইফতেখারকে।

অবসরে যাওয়ার প্রস্তুতি হিসেবেই কারা মহাপরিদর্শকের পদ থেকে সরিয়ে নেওয়া হয় এই সেনা কর্মকর্তাকে। আজ মেজর জেনারেল পদে পদোন্নতি পেয়ে অবসরে গেলেন তিনি।

কালের আলো/এএ/এমএইচএ