ত্যাগ ও অনুপ্রেরণার উৎস ছিলেন বঙ্গমাতা : বিইউপির উপাচার্য
প্রকাশিতঃ 4:01 pm | August 08, 2023

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব ছিলেন আদর্শ বাঙালি নারীর প্রতিকৃতি। তিনি ছিলেন নির্লোভ, নিরহংকার ও পরোপকারী। বিত্ত-বৈভব বা ক্ষমতার জৌলুস কখনও তাঁকে আকৃষ্ট করতে পারেনি। এই মহীয়সী নারী বেঁচে থাকলে আজ তাঁর বয়স হতো ৯৩ বছর। তাই বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবকে যুগে যুগে বাঙালি নারীদের জন্য অনুপ্রেরণার উৎস বলে মনে করেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস’র (বিইউপি) উপাচার্য মেজর জেনারেল মো: মাহবুব-উল আলম।
তিনি বলেন, ‘বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব ছিলেন বঙ্গবন্ধুর সুযোগ্য সহধর্মিণী ও সহযোদ্ধা। বঙ্গমাতা বেগম মুজিব বাঙালি জাতির স্বাধীনতা সংগ্রামের প্রতিটি পদক্ষেপে বঙ্গবন্ধুকে সক্রিয় সহযোগিতা করেছেন ও প্রেরণা দিয়েছেন।’
মঙ্গলবার (০৮ আগস্ট) বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) এ বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এর ৯৩তম জন্মবার্ষিকী উদ্যাপন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রামাণ্যচিত্র প্রদর্শন, বিইউপি লিটারেচার অ্যান্ড ড্রামা ক্লাবের তত্ত্বাবধানে রচনা প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও আলোচনা সভার আয়োজনের মধ্যে দিয়ে এদিন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এর ৯৩তম জন্মবার্ষিকী উদযাপন করে।
এই আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস’র (বিইউপি) উপাচার্য মেজর জেনারেল মো: মাহবুব-উল আলম আরও বলেন, ‘দেশপ্রেম, রাজনৈতিক দূরদর্শিতা, সাহসিকতা, ত্যাগ ও অনুপ্রেরণার উৎস ছিলেন বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব। মহান স্বাধীনতা অর্জনে এই মহীয়সী নারীর রয়েছে গৌরবোজ্জ্বল ভূমিকা।’
এ সময় বিইউপির উচ্চপদস্থ কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
কালের আলো/ডিএস/এমএম