জিপিএ-৫ পেলো সোমাইয়া জামান

প্রকাশিতঃ 1:34 pm | July 29, 2023

কালের আলো ডেস্ক:

রাজধানীর সিটি এসবির দক্ষিণখান জোনের ইনচার্জ, পুলিশ পরিদর্শক মনিরুজ্জামান মেয়ে সোমাইয়া জামান গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে। সোমাইয়া রাজধানীর রাজউক উত্তরা মডেল কলেজের বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে এ ফলাফল অর্জন করেছে।

ভবিষ্যতে সোমাইয়া জামান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর শিক্ষা গ্রহণ করতে চায়। এ জন্য সে সবার কাছে দোয়া কামনা করেছে।

চলতি বছর ২৯ হাজার ৭১৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের ২০ লাখ ৪১ হাজার ৪৫০ জন শিক্ষার্থী ৩ হাজার ৮১০টি কেন্দ্রে এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিয়েছিল। শুক্রবার (২৮ জুলাই) প্রকাশিত ফলাফলে দেখা যায় মোট পরীক্ষার্থীর থেকে পাস করেছে ১৬ লাখ ৪১ হাজার শিক্ষার্থী। গড় পাসের হার ৮০ দশমিক ৩৯। গত বছর পাসের হার ছিল ৮৭ দশমিক ৪৪। এবার মোট জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৮৩ হাজার ৫৭৮ জন। গত বছর জিপিএ-৫ পেয়েছে ২ লাখ ৬৯ হাজার ৬০২ জন। এসএসসি ও সমমানে পাসের হার ও জিপিএ-৫ দুটোই কমেছে।

কালের আলো/ডিএস/এমএম