যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেলেন হর্ষবর্ধন শ্রিংলা

প্রকাশিতঃ 6:37 pm | December 20, 2018

কালের আলো ডেস্ক:

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলাকে যুক্তরাষ্ট্রে তাদের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে ভারত। বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস ব্রিফিং এ তথ্য জানানো হয়।

বর্তমানে যুক্তরাষ্ট্রে দায়িত্বরত ভারতীয় রাষ্ট্রদূত নভেজ সরনার মেয়াদ শেষ হওয়ায় শ্রিংলাকে সেখানে নিয়োগ দেয়া হয়েছে বলে ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে।

টাইমস অব ইন্ডিয়ার সম্প্রতি প্রকাশিত প্রতিবেদন সূত্রে জানা যায়, ভারত সরকার তাদের পরিকল্পনার অংশ হিসেবে বিশ্বের বিভিন্ন দেশে তার রাষ্ট্রদূতদের পরিবর্তন আনছে।

গণমাধ্যমটি আরও জানায়, বাংলাদেশে শ্রিংলার স্থলাভিষিক্ত হতে পারেন রিভা গাঙ্গুলি দাস। যিনি বর্তমানে ঢাকায় ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশন্স (আসিসিআর)-এর দায়িত্বে রয়েছেন।

উল্লেখ্য, ২০১৫ সালের নভেম্বর থেকে ভারতের প্রতিনিধি হয়ে ঢাকায় দায়িত্ব পালন করছেন হর্ষবর্ধন শ্রিংলা।

কালের আলো/এএ/এমএইচএ

Print Friendly, PDF & Email