প্রোটিয়াদের হারিয়ে দারুণ জয় পেলো পাকিস্তান
প্রকাশিতঃ 11:02 pm | November 03, 2022

স্পোর্টস ডেস্ক, কালের আলো:
দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জমিয়ে তুলেছে পাকিস্তান। নেদারল্যান্ডস বাদে গ্রুপের বাকি পাঁচ দলেরই গাণিতিক সম্ভাবনা আছে সেমিফাইনালে যাওয়ার। আজ (বৃহস্পতিবার) সিডনিতে প্রোটিয়াদের হারানোয় বাংলাদেশের সমান ৪ পয়েন্ট অর্জন করেছে পাকিস্তান। এ ছাড়া রান রেটে বাংলাদেশের চেয়ে এগিয়ে গেছে বাবর আজমের দল।
গ্রুপ-২ তে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে ভারত, নেট রান রেটেও এগিয়ে রয়েছেন রোহিত শর্মা-বিরাট কোহলিরা। টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা। ৫ পয়েন্টের পাশাপাশি টেম্বা বাভুমার দলের নেট রান রেটও রয়েছে প্লাসের ঘরে।
এদিকে সবশেষ ম্যাচ জিতে টেবিলের তিন নম্বরে উঠে এসেছে পাকিস্তান। টেবিলের চারে থাকা বাংলাদেশের সমান ৪ পয়েন্ট হলেও নেট রান রেটে এগিয়ে থাকায় সাকিব আল হাসানের দলকে টপকে গেছেন বাবররা।
অন্যদিকে টেবিলের একেবারে তলানিতে অবস্থারত দুই দল যথাক্রমে জিম্বাবুয়ে ও নেদারল্যান্ডস। মাত্র ২ পয়েন্ট নিয়ে টুর্নামেন্ট থেকে ইতোমধ্যে বিদায় নিশ্চিত হয়ে গেছে নেদারল্যান্ডসের। তবে এখনো আশার প্রদীপ মিটমিট করে জ্বলছে জিম্বাবুয়ের। যদিও সেই আশা খুবই ক্ষীণ। সেক্ষেত্রে ভারতকে বড় ব্যবধানে হারানোর পাশাপাশি তাকিয়ে থাকবে হবে দক্ষিণ আফ্রিকা ও নেদারল্যান্ডসের মধ্যকার ম্যাচের দিকে। সেই ম্যাচে নেদারল্যান্ডস জয় পেলে আশা বেঁচে থাকবে রোডেশিয়ানদের।
শুধু তাই নয় পাকিস্তান ও বাংলাদেশের ম্যাচটিও পরিত্যাক্ত হতে হবে। তবেই নিজেদের ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার সুযোগ পাবে জিম্বাবুয়ে।
অবশ্য এই গ্রুপে সবচেয়ে সুবিধাজনক অবস্থানে রয়েছে ভারত ও দক্ষিণ আফ্রিকা। নিজেদের শেষ ম্যাচে তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ পাচ্ছে দুই দলই। আর বাংলাদেশ ও পাকিস্তানের শেষ চারে যাওয়ার আশাও বেশ ক্ষীণ। নিজেদের শেষ ম্যাচে একে অপরের মুখোমুখি হবেন সাকিব আল হাসান ও বারররা। আবার সেই ম্যাচের বিজয়ী দলকে তাকিয়ে থাকতে হবে দক্ষিণ আফ্রিকার দিকে। দক্ষিণ আফ্রিকা নেদারল্যান্ডসের কাছে হারলেই নেট রাট রেটের হিসাবে সেমিতে ওঠার দ্বার খুলে যাবে বাংলাদেশ কিংবা পাকিস্তানের।
কালের আলো/ডিএস/এমএম