বৃষ্টিতে খেলা বন্ধ, এগিয়ে বাংলাদেশ

প্রকাশিতঃ 4:41 pm | November 02, 2022

স্পোর্টস ডেস্ক, কালের আলো:

ভারতের ১৮৫ রান তাড়ায় ৭ ওভার যেতেই ঝমঝমিয়ে নামলো বৃষ্টি। কিন্তু লিটন দাসের ঝোড়ো ব্যাটে বাংলাদেশ আছে বেশ এগিয়ে। এখন পর্যন্ত তুলেছে বিনা উইকেটে ৬৬ রান।

ডি/এল স্কোরে ভারতের থেকে এখন ১৭ রানে এগিয়ে টাইগাররা। অর্থাৎ বৃষ্টির কারণে আর খেলা শুরু না হলে জিতে যাবে সাকিব আল হাসানের দল।

এর আগে লোকেশ রাহুল আর বিরাট কোহলির ফিফটির পর সূর্যকুমারের ক্যামিও ইনিংসে বাংলাদেশের সামনে ১৮৫ রানের লক্ষ্য দিয়েছে ভারত। টস হেরে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে এই রান করেছে তারা।

কালের আলো/বিসিএ/এমএম