শেখ কামাল যুব গেমসের স্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত
প্রকাশিতঃ 10:06 pm | October 24, 2022

স্পোর্টস ডেস্ক, কালের আলো:
শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস উপলক্ষে গঠিত স্টিয়ারিং কমিটির সভা সোমবার (২৪ অক্টোবর) ঢাকা সেনানিবাসের মাল্টিপারপাস কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন স্টিয়ারিং কমিটির নির্বাহী চেয়ারম্যান ও বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন (বিওএ)- এর সভাপতি সেনাবাহিনী প্রধান জেনারেল ড.এস এম শফিউদ্দিন আহমেদ।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, সভায় শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস আয়োজন উপলক্ষে বিভিন্ন কমিটি গঠন বিষয়ে আলোচনা হয়।
এছাড়াও শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস উপলক্ষে লোগো, মাসকট ও থিম সংক্রান্ত বিষয়ে স্টিয়ারিং কমিটির সভায় আলোচনা করা হয়।
সভায় কার্যনির্বাহী কো-চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, সদস্য সচিব, যুগ্ম সদস্য সচিবসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

কালের আলো/এসবি/এমএম