পান দোকানি সেজে ১৯ মামলার আসামি ধরলো পুলিশ

প্রকাশিতঃ 11:54 am | February 03, 2022

কালের আলো সংবাদদাতা:

চট্টগ্রামের বৃহত্তর পাইকারি বাজার খাতুনগঞ্জের শেখ মার্কেটের মেসার্স শাহ্‌ জামাল ট্রেডার্সের স্বত্বাধিকারী শাহ্‌ জামাল। প্রতারণার দায়ে গ্রেপ্তার হওয়ার পর জামিনে বেরিয়ে আবারো মেতে ওঠেন প্রতারণায়। এবারে চট্টগ্রামে বিভিন্ন ব্যবসায়ীর ৫০ কোটি টাকা আত্মসাৎ করে ১৯ মামলায় পরোয়ানাভুক্ত হয়ে আত্মগোপনে চলে যান। শেষ পর্যন্ত পানের দোকানদার সেজে তাকে গ্রেপ্তার করে পুলিশের একটি টিম।

মঙ্গলবার (০১ ফেব্রুয়ারি) রাতে চকবাজারের চন্দনপুরা এলাকার সাফরান ভিলার দ্বিতীয় তলার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে কোতোয়ালি থানা পুলিশ।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দিন বলেন, কোটি কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগে ১৯ মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি শাহ্‌ জামালকে গ্রেপ্তার করা হয়। তাকে ২০২০ সালে ১৬টি সিআর গ্রেপ্তারি পরোয়ানা মূলে গ্রেপ্তার করা হয়েছিল। কিন্তু জামিনে বের হয়ে তিনি পুনরায় বিভিন্ন ব্যবসায়ীর কোটি কোটি টাকা আত্মসাৎ করেন।

তিনি আরও বলেন, শাহ জামালের এক ছেলে অস্ট্রেলিয়া ও এক ছেলে কানাডায় থাকে। তিন বছর আগে শাহ্‌ জামাল বিদেশে পাড়ি দিয়েছেন বলে গুজব ছড়িয়ে দেন। কিন্তু সমপ্রতি আমরা তথ্য পাই যে, শাহ জামাল চট্টগ্রামেই অবস্থান করছে। তবে এই ব্যক্তি এতটাই ধূর্ত যে, আমরা এক বছর ধরে বিভিন্নভাবে চেষ্টা করেও তাকে ধরতে পারিনি।

ওসি বলেন, শেষ পর্যন্ত আমাদের দু’জন সদস্য কখনো চা-বিক্রেতা, কখনো পান-বিক্রেতা সেজে আবার কখনো সেলসম্যান সেজে খাতুনগঞ্জ, আসাদগঞ্জ, চাক্তাই, চন্দনপুরা, আন্দরকিল্লা, চকবাজার এলাকায় ঘোরাফেরা শুরু করে। গতকাল সন্ধ্যায় বাসার নিচে তাকে দেখা যায়। কিছুক্ষণ পর তিনি বাসায় ওঠেন। পান বিক্রেতার ছদ্মবেশে এএসআই সাইফুল ও রণেশ বাসার নিচে অবস্থান নেন।

তিনি বলেন, রাত সাড়ে ৮টার দিকে পুলিশ টিম তার বাসায় তল্লাশি চালায়। কিন্তু সেখানে তাকে প্রথমে পাওয়া যায়নি। একপর্যায়ে বাসার কার্নিশের সঙ্গে থাকা কাঠের বক্সের ভেতর পেয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তাকে এখন আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

কালের আলো/ডিএসবি/এমএম