জলদস্যু কবির বাহিনীর প্রধানসহ আটক ১৫

প্রকাশিতঃ 8:37 pm | January 22, 2022

নিজস্ব সংবাদদাতা, কালের আলো:

চট্টগ্রামের বাঁশখালী-পেকুয়া-কুতুবদিয়া এলাকার কুখ্যাত জলদস্যূ কবীর বাহিনীর প্রধান নূরুল কবীর, সেকেন্ড ইন কমান্ড মামুন ও তাদের ১৩ সহযোগীকে বিপুল পরিমান দেশী-বিদেশী আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।

শুক্রবার (২১ জানুয়ারি) গভীর রাত থেকে শনিবার (২২ জানুয়ারি) ভোর পর্যন্ত বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- নুরুল আফসার, নূরুল কাদের, মো. হাসান, মো. মামুন, মো. নুরুল কবির (২৯), মো. আব্দুল হামিদ প্রকাশ কালা মিয়া (৩০), আবু বক্কর (৩১), মো. ইউসুফ (৪৬), গিয়াস উদ্দিন (৩৭), মো. সফিউল আলম প্রকাশ মানিক(৩৬), মো. আব্দুল খালেক (৪৪), মো. রুবেল উদ্দিন (২৭), মো. সাইফুল ইসলাম জিকু (২৮), মো. সুলতান (৩৬) এবং মো. মনজুর আলম।

শনিবার (২২ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চট্টগ্রামের একটি আভিযানিক চৌকস দল চটগ্রাম ও কক্সবাজার জেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে এসব জলদস্যুকে আটক করে।

এসব জলদস্যুদের প্রায় প্রত্যেকের নামেই অপহরণ ও ডাকাতির একাধিক মামলা রয়েছে।

র‌্যাব জানায়, র‌্যাবের ব্যাপক অভিযানের ফলে সুন্দরবন এলাকা জলদস্যু মুক্ত হয়েছে। এ প্রেক্ষিতে বর্তমানে জলদস্যুরা দেশে দক্ষিণাঞ্চলের চট্টগ্রাম জেলার বাঁশখালী, আনোয়ারা এবং কক্সবাজার জেলার পেকুয়া, কুতুবদিয়া অঞ্চল বেছে নিলেও র‌্যাব-৭ চট্টগ্রামের ব্যপক অভিযানের অঞ্চল গুলোতে জলদস্যু মুক্ত হচ্ছে।

কালের আলো/ডিএসবি/এমএম