জঙ্গি সংগঠন ‘আল্লাহর দল’-এর সক্রিয় সদস্য গ্রেফতার
প্রকাশিতঃ 4:00 pm | January 19, 2022

নিজস্ব সংবাদদাতা, কালের আলো:
নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আল্লাহর দল’-এর এক সক্রিয় সদস্যকে আটক করেছে পুলিশের এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)। মঙ্গলবার (১৮ জানুয়ারি) সাভার থেকে তাকে গ্রেফতার করা হয়।
বুধবার (১৯ জানুয়ারি) মোহাম্মদ আসলাম খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে এটিইউ’র বিশেষ অভিযানে সাভারের ছাকিপাড়া এলাকা হতে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আল্লাহর দল’-এর সক্রিয় সদস্য আতিকুর রহমান সুইটকে (৫৫) আটকে করা হয়েছে।
এতে আরো জানানো হয়, আটককৃতের বাড়ি পাবনার আমিনপুরের আহম্মেদপুর। বর্তমানে সে ইমপেক্স ল্যাবরেটরি কোম্পানিতে কর্মরত। গ্রেফতারকালে এন্টি টেররিজম ইউনিট তার নিকট থেকে ১টি বাটন মোবাইল সেট জব্দ করেছে।
গ্রেফতারকৃত আতিকুর রহমান সুইট রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশে খিলাফত প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে দীর্ঘদিন বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছিল। তাছাড়া নিজেদের মতবাদ প্রচারের মাধ্যমে অনলাইনে ‘আল্লাহর দল’ এর পক্ষে সদস্য সংগ্রহের কাজ করে আসছিল।
গ্রেফতারকৃত আতিকুর রহমান সুইট তেজগাঁও থানার একটি মামলারও পলাতক আসামি। বিজ্ঞপ্তিতে বলা হয়, তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।র সক্রিয় সদস্য গ্রেফতার
কালের আলো/ডিএস/এমএম