বঙ্গোপসাগরের মহেশখালী চ্যানেল থেকে অস্ত্র-গুলিসহ ৬ জলদস্যু আটক

প্রকাশিতঃ 5:16 pm | January 15, 2022

কালের আলো সংবাদদাতা:

বঙ্গোপসাগরের কক্সবাজার উপকূলে অভিযান চালিয়ে অস্ত্র-গুলিসহ ৬ জলদস্যুকে আটক করেছে র‍্যাব। এ সময় তাদের কাছ থেকে তিনটি দেশীয় তৈরি বন্দুক ও ১১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

শুক্রবার ( ১৪ জানুয়ারি) রাতে বঙ্গোপসাগরের মহেশখালী চ্যানেল থেকে এসব অস্ত্রসহ আটক করা হয়।

আটককৃতরা হলেন, নেজাম উদ্দিন (২২), মো. সাকিল (২৪), মো. সাজ্জাদ (৩৫), মো. সুজন (২৪), মো. মানিক (৩২) ও ওমর ফারুক (২১)। এরা সকলেই মহেশখালী উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

র‌্যাব জানায়, সাড়ে ৩ ঘণ্টা সাগরে অভিযান চালিয়ে শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে বঙ্গোপসাগরের মহেশখালী চ্যানেল থেকে তাদের ধাওয়া করে আটক করা হয়। র‍্যাব বলছে, সাগরে জেলেদের মাছ শিকার নিরাপদ করতে জলদস্যু বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

কক্সবাজারস্থ র‍্যাব ১৫ এর অধিনায়ক লে. কর্ণেল খায়রুল ইসলাম সরকার বলেন, চকরিয়া থেকে জলদস্যুরা এসে অবস্থান নেয় মহেশখালী উপকূলে। তারপর জেলে সেজে দস্যুতার জন্য ট্রলার নিয়ে নেমে পড়ে বঙ্গোপসাগরের মহেশখালী চ্যানেলে। পরে খবর পেয়ে স্পীড বোট নিয়ে অভিযানে নামে র‍্যাব। দীর্ঘ সাড়ে ৩ ঘন্টা পর অভিযানে চালিয়ে ধাওয়া করে আটক করা হয় চিহ্নিত ৬ দস্যুকে।

আটক দস্যুদের কাছ থেকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে অনেক তথ্য পেয়েছে র‍্যাব। এছাড়া সাগরে কারা কারা জলদস্যুতা করছে এমন গ্রুপেরও তথ্য র‍্যাবের কাছে রয়েছে। ফলে সাগরে এসব জলদস্যুদের গ্রুপকে আইন আওতায় আনতে জলে ও স্থলে অভিযান চলমান থাকবে বলেও জানায় র‍্যাব অধিনায়ক লে. কর্ণেল খায়রুল ইসলাম সরকার।

কালের আলো/এসবি/এমএম