কেরানীগঞ্জে কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
প্রকাশিতঃ 9:08 pm | November 19, 2021

কালের আলো সংবাদদাতা:
কেরানীগঞ্জে ওয়ান টাইম কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে। এছাড়া আরও দুটি ইউনিট ঘটনাস্থলে রওনা হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
শুক্রবার (১৯ নভেম্বর) সন্ধ্যা ৭টা ৭ মিনিটে আগুন লাগে বলে জানান ফায়ার সর্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার।
তিনি বলেন, কেরানীগঞ্জের ওয়ান টাইম নামের একটি ফ্যাক্টরিতে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এছাড়া আরও দুইটি ইউনিট রওনা দিয়েছে।
পরে রাত ৮টা ৫ মিনিটে ফায়ার সার্ভিসের প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
কালের আলো/টিআরকে/এসআইএল