সাবেক প্রতিমন্ত্রী আফছার উদ্দিন আর নেই
প্রকাশিতঃ 3:01 pm | November 17, 2021

নিজস্ব সংবাদদাতা, কালের আলোঃ
সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী অ্যাডভোকেট আফসার উদ্দিন আহমদ খান (৮১) আর নেই। গতকাল মঙ্গলবার (১৬ নভেম্বর) রাতে ঢাকার নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
কাপাসিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ শহীদুল্লাহ জানান, আফসার উদ্দিন ৭ম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে গাজীপুর ৪ আসন থেকে নির্বাচিত হন। ১৯৯৬ সালে ২৩ জুন প্রতিমন্ত্রী মনোনিত হন।
ঢাকা সুপ্রীম কোর্টের সাবেক সাধারণ সম্পাদক ড. মোমতাজ উদ্দিন আহমদ মেহেদী জানান, আফসার উদ্দিন ১৯৯৬ ঢাকা বারের সভাপতি ছিলেন।
নিহতের ভাতিজি ও গাজীপুর ৪ আসনের সাংসদ সিমিন হোসেন রিমি জানান, তার চাচা ১৯৮৯ সালে কাপাসিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ১৯৮৭ সালে কাপাসিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন।
বুধবার (১৭ নভেম্বর) বাদ আসর কাপাসিয়ার নিজ গ্রাম দরদরিয়ায় তার জানাযা নামাজের পর পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হবে।
সাংসদ রিমি ও তার ছোট ভাই সাবেক স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী তানজিম আহমদ সোহেল তাজ ও তার গ্রামের জানাজায় অংশ নেবেন। এর আগে ঢাকা জজকোর্ট প্রাঙ্গনে বুধবার সকাল সাড়ে ১০টায় তার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। এতে কোর্টের বিচারক, আইনজীবীরাসহ রাজনৈতিক নেতৃবৃন্দও অংশ নেন।
কালের আলো/টিআরকে/এসআইএল