সুখবর দিলেন শাবনূর, ফেরত পেয়েছেন ইউটিউব ছাড়া বাকি সব
প্রকাশিতঃ 10:08 pm | October 14, 2021

শোবিজ ডেস্ক, কালের আলো:
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম নিয়ে বিপত্তিতে পড়েছিলেন অস্ট্রেলিয়া প্রবাসী চিত্রনায়িকা শাবনূর। হাতছাড়া হতে বসেছিল তার ফেসবুক, ইনস্টাগ্রাম ও ইউটিউব অ্যাকাউন্ট। কারণ হ্যাকড হয়েছিল এই নায়িকার ইমেইল অ্যাকাউন্ট। যেটার মাধ্যমেই ব্যবহার করতেন তার সোশ্যাল হ্যান্ডেলগুলো।
অবশেষে খুশির হাসি হাসলেন এ তারকা। জানালেন, শুধু ইউটিউব ছাড়া নিজের অ্যাকাউন্টগুলোর নিয়ন্ত্রণ এখন পুরোপুরি তার কাছে। আর এ কারণে নতুন করে ইউটিউব চ্যানেল চালু করবেন।
নিজের ফেসবুক আইডিতে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) এক স্ট্যাটাসের মাধ্যমে আইডিগুলো ফেরত পাওয়ার কথা জানিয়েছেন শাবনূর।
তিনি লিখেন, ‘আমার প্রিয় বন্ধু ও শুভাকাঙ্খীদের আনন্দের সঙ্গে জানাতে চাই, আমার ফেসবুক আইডি, ফেসবুক পেইজ ও ইনস্টাগ্রাম আইডির উপর আমি পূর্ণ নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয়েছি। আপনারা জানেন, হ্যাকিংয়ের কারণে আমি ইউটিউব চ্যানেলটিও হারিয়েছি। এটা ঠিক হ্যাকাররা আমার চ্যানেলটি নষ্ট করে দিয়েছে, তবে তারা আমাকে তোমাদের কাজ থেকে কোনভাবেই দূরে রাখতে পারবে না। ইনশাআল্লাহ্, আমি খুব শিগগিরই নতুন ইউটিউব চ্যানেল নিয়ে আসছি আমার ভক্তদের সঙ্গে সংযুক্ত থাকতে। ধৈর্য ধরে আমার পাশে থাকার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ।’
এর আগে গত ২ অক্টোবর সকল সোশ্যাল মিডিয়ার আইডি হ্যাকিংয়ের কথা জানিয়েছিলেন শাবনূর। তখন তিনি লিখেছিলেন, ‘কেউ একজন আমার ইউটিউব, ফেসবুক পেইজ ও ইনস্টাগ্রাম হ্যাক করে এর কন্ট্রোল হাতে নিয়েছে। তবে আমি এখন আমার ফেসবুক আইডি ও ইনস্টাগ্রামে ঢুকতে পারছি। যদিও আমি নিশ্চিত আমার ফেসবুক ও ইনস্টাগ্রাম আইডি পুরোপুরি আমার নিয়ন্ত্রণে আছে কিনা। তবে এতটুকু বলতে চাই, পুরোপুরি নিয়ন্ত্রণের আগ পর্যন্ত আমার আইডিগুলো থেকে কোন কিছু পোস্ট হলে তা আমি করছি না। আমি আইডি ফেরত পেলে খুব দ্রুতই সবাইকে জানাবো।’
সামাজিক যোগাযোগমাধ্যমে ইদানীং বেশ সরব ৯০ দশকের নায়িকা শাবনূর। সন্তান আইজানকে নিয়ে প্রায়ই হাজির হন নন্দিত এই চিত্রতারকা। তার সঙ্গে আছে ইহান ও ইনাইয়া নামের আরও দুই খুদে ইউটিউবার।
প্রসঙ্গত, ২০১৫ সালে মুক্তি পাওয়া ‘পাগল মানুষ’ ছবিটি শাবনূর অভিনীত সর্বশেষ কাজ। এটির কাজ অসমাপ্ত রেখে পরিচালক এম এম সরকার মারা গেলে বদিউল আলম বাকি কাজ শেষ করেন। এরপর বেশ কয়েকবার ফেরার কথা বললেও সিনে পর্দায় আর পাওয়া যায়নি নব্বই দশকের সবচেয়ে জনপ্রিয় এ নায়িকাকে। বর্তমানে তিনি অস্ট্রেলিয়া প্রবাসী।
কালের আলো/এসবি/এমএম