তাইওয়ানে আবাসিক ভবনে আগুন, নিহত অন্তত ২৫
প্রকাশিতঃ 2:32 pm | October 14, 2021

আন্তর্জাতিক ডেস্ক, কালের আলোঃ
তাইওয়ানের দক্ষিণাঞ্চলে একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৪ অক্টোবর) ভোর রাতে এ অগ্নিকাণ্ডে পুড়ে জখম হয়েছেন আরও বেশ কয়েকজন। খবর গ্লোবাল নিউজের।
গ্লোবাল নিউজের খবরে বলা হয়েছে, কাওসিউং শহরের দমকল বিভাগের কর্মকর্তারা বলছেন, অন্তত ৫৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে গুরুতর অবস্থায় রয়েছে ১৪ জন।
দমকল বিভাগ থেকে আরো জানানো হয়েছে, অন্তত ১১ জনকে হাসপাতালে মৃত ঘোষণার পর মর্গে পাঠানো হয়েছে। আগুন লাগা ভবনগুলোতে এখনো তল্লাশি চালাচ্ছে দমকল বাহিনীর কর্মীরা।
কয়েকটি রিপোর্টের বরাত দিয়ে স্পুটনিক নিউজ জানিয়েছে, ভবনের ৭ম থেকে ১১ তলা পর্যন্ত আবাসিক অ্যাপার্টমেন্টে মূলত নিম্ন আয়ের বিভিন্ন পরিবার বসবাস করত। এছাড়া ভবনটিতে ১০০ জনের বেশি মানুষ বসবাস করতেন। তাদের অনেকেই বয়স্ক নাগরিক।
অগ্নিকাণ্ডের কারণ এখনও জানা যায়নি। তবে প্রত্যক্ষদর্শীরা তাইওয়ানের গণমাধ্যমকে জানিয়েছেন, ভোর ৩টার দিকে তারা একটি বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন।
কালের আলো/টিআরকে/এসআইএল