চিত্রনায়ক উজ্জ্বলের স্ত্রী আর নেই
প্রকাশিতঃ 1:24 pm | October 14, 2021

শোবিজ ডেস্ক, কালের আলোঃ
ঢাকাই সিনেমার খ্যাতিমান অভিনেতা আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বলের স্ত্রী মেরিনা আশরাফ বিউটি মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বৃহস্পতিবার (১৪ অক্টোবর) ভোরে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিউটি। মৃত্যুকালে তার বয়স ছিল ৫২ বছর। বিষয়টি নিশ্চিত করেছেন উজ্জ্বল নিজেই।
তিনি বলেন, দুই সপ্তাহে আগে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন মেরিনা। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় লাইফ সাপোর্টে নেওয়া হয়েছিল তাকে। সেখানে তিনি মারা যান।
মেরিনা দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন। সম্প্রতি তার ফুসফুসে ইনফেকশন ধরা পড়ে। আজ বাদ আসর গুলশান জামে মসজিদে উজ্জ্বলের স্ত্রীর জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। এরপর তাকে রাজধানীর বনানী কবরস্থানে দাফন করা হবে বলেও জানান উজ্জ্বল।
কালের আলো/টিআরকে/এসআইএল