ফিলিপাইনে ঝড়ে ১৯ জনের মৃত্যু

প্রকাশিতঃ 1:16 pm | October 14, 2021

আন্তর্জাতিক ডেস্ক, কালের আলোঃ

ফিলিপাইনে গ্রীষ্মমন্ডলীয় কম্পাসু ঝড়ে অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছে অন্তত ১৪ জন। বৃহস্পতিবার (১৪ অক্টোবর) দেশটির দুর্যোগ মোকাবিলা কর্মকর্তারা এ তথ্য জানিয়েছে।

ফিলিপাইন কর্তৃপক্ষ জানিয়েছে, গ্রীষ্মকালীন ঝড় কমসুর কারণে ভূমিধস এবং আকস্মিক বন্যার বিষয়টিও খতিয়ে দেখছেন ফিলিপাইনের কর্মকর্তারা। এ ঘটনায় এখন পর্যন্ত ১৪ জন নিখোঁজ রয়েছে।

কমসুর প্রভাবে হংকংয়ে একজনের মৃত্যু হয়েছে। প্রথমে চীনের হাইনান প্রদেশে ভূমিধসের ঘটনা ঘটে। এরপর ফিলিপাইনে হতাহতের ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) ভিয়েতনামও এর কবলে পড়েছে। সেখানে ঘণ্টায় প্রায় ৬৫ কিলোমিটার গতিতে বাতাস প্রবাহিত হচ্ছে।

কালের আলো/টিআরকে/এসআইএল