সাইফ-তাসকিনের পর শরীফুলের আঘাত

প্রকাশিতঃ 7:08 pm | July 16, 2021

স্পোর্টস ডেস্ক, কালের আলোঃ

পাওয়ার প্লেতে দুই উইকেট নিয়েই সন্তুষ্ট ছিল বাংলাদেশ। তবে এরপরেই এল শরীফুলের আঘাত। তার অফস্টাম্পের একটু বাইরের বলে পুল করতে চেয়েছিলেন ডিওন মেয়ার্স। তবে টাইমিংয়ের হেরফেরে স্কয়ার লেগে মোসাদ্দকে হোসেনের হাতে ক্যাচ দিয়েছেন তিনি।

তাসকিনের আঘাতে শুরুতেই চাপে জিম্বাবুয়ে মারুমানির উইকেট হারিয়ে দ্বিতীয় ওভারেই খানিকটা চাপে পড়ে গিয়েছিল জিম্বাবুয়ে। সে চাপটা আরও বাড়ালেন তাসকিন। তার গুড লেন্থের বল সোজা গিয়ে ভাঙে ওয়েসলি মাধেভেরের মিডল স্টাম্প। তাতে বাংলাদেশ দ্বিতীয় উইকেটের দেখা পায় মাত্র চতুর্থ ওভারেই।

এর আগে ব্যাটিংয়ে নেমে ৫০ ওভার শেষে বাংলাদেশের স্কোর ৯ উইকেটে ২৭৬।

ব্যাটিংয়ে নেমে মন্থর শুরু এবং ৭৪ রানের মধ্যে ৪ উইকেট হারালেও লিটন দাসের দৃঢ়তায় পথ হারায়নি বাংলাদেশ। ৮ চারে ১১৪ বলে ১০২ রানের ইনিংস খেলেন লিটন। শেষ দিকে আফিফের ২ ছক্কা ও ১ চারে ৩৫ বলে ৪৫ রানের ইনিংস ভীষণ কাজে দিয়েছে। ৩৩ রান করেন মাহমুদউল্লাহ। ২৬ রান করেন মেহেদী হাসান মিরাজ। সাকিব আল হাসান ও মোহাম্মদ মিঠুন ১৯ রানে আউট হন।

পঞ্চম উইকেটে ১০৩ বলে ৯৩ রানের জুটি গড়েন লিটন ও মাহমুদউল্লাহ। ষষ্ট উইকেটে আফিফের সঙ্গে ৩৪ বলে ৪০ রানের জুটি গড়েন লিটন। এরপর আফিফ ও মিরাজ মিলে সপ্তম উইকেটে ৪২ বলে ৫৮ রানের জুটি গড়েন।

শেষ ১০ ওভারে ৪ উইকেট হারানোর বিনিময়ে ৭৭ রান তুলেছে বাংলাদেশ। এর মধ্যে এক ওভারেই হারিয়েছে ৩ উইকেট। ৪০তম ওভার শেষে বাংলাদেশের স্কোর ছিল ৫ উইকেটে ১৯৯।

জিম্বাবুয়ের হয়ে ৫১ রানে ৩ উইকেট লুক জঙ্গুয়ের। ২টি করে উইকেট মুজারাবানি ও এনগারাভার।

কালের আলো/টিআরকে/এসআইএল