ওপেনিংয়ে ফিরেই লিটনের সেঞ্চুরি, চ্যালেঞ্জিং টার্গেটের পথে বাংলাদেশ

প্রকাশিতঃ 5:03 pm | July 16, 2021

স্পোর্টস ডেস্ক, কালের আলোঃ

দীর্ঘদিন পর ওপেনিংয়ে ফিরেই সেঞ্চুরি তুলে নিয়েছেন লিটন দাস। ১১০ বলে ৮ চারে ক্যারিয়ারের চতুর্থ ওয়ানডে সেঞ্চুরির দেখা পেলেন তিনি।

জিম্বাবুয়ের বিপক্ষে এটা তার তৃতীয় ওয়ানডে সেঞ্চুরি। আর তাতে ভর করে দুইশ পার হয়েছে বাংলাদেশের সংগ্রহ।

৭৪ রানে নেই ৪ উইকেট। ভীষণ বিপদে ছিল দল। কিন্তু ওপেনিংয়ে নেমে লিটন একটা প্রান্ত ধরে খেলে গেলেন। পঞ্চম উইকেটে মাহমুদউল্লাহর সঙ্গে গড়লেন গুরুত্বপূর্ণ ৯৩ রানের জুটি।

মাহমুদউল্লাহ ফিরে গেলেও লিটন তার মনোসংযোগ হারাননি। দেখেশুনে খেলে ছুঁয়েছেন তিন অংকের ম্যাজিক ফিগার এবং বরাবরের মতো স্ট্রাইকরেটের কথা মাথায় রেখে।

১১০ বলে সেঞ্চুরি পূর্ণ করেছেন লিটন, ৮ বাউন্ডারিতে। এখনও হাল ধরে আছেন। সঙ্গে ১৬ রান নিয়ে আছেন আফিফ হোসেন ধ্রুব। ৪১ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ২০৬ রান।

শুক্রবার (১৬ জুলাই) হারারে স্পোর্টস ক্লাবে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে টসে হেরে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ।

শুরুতে ব্যাটিং করতে নেমে প্রথম দুই ওভারে কোনো রানই করতে পারেননি দুই ওপেনার তামিম ও লিটন। এরপর তৃতীয় ওভারের প্রথম বলেই জিম্বাবুয়ের পেসার মুজারাবানির বলে কাট করতে চেয়েছিলেন তামিম। কিন্তু বল তার ব্যাটের কানায় লেগে উইকেটরক্ষক চাকাভার গ্লাভসে জমা হয়। ৭ বল খেলে কোনো রান করার আগেই বিদায় নিতে হয় বাংলাদেশি ওপেনারকে।

শক্তিমত্তা বা পরিসংখ্যানের বিচারে বাংলাদেশ দল জিম্বাবুয়ের থেকে বেশ এগিয়ে থাকলেও এই সিরিজে ছেড়ে কথা বলতে চাইবে না কেউই। এটি ওয়ানডে সুপার লিগের অংশ হওয়ায় সিরিজের ৩০ পয়েন্টে চোখ থাকবে দুই দলের।

সুপার লিগের পয়েন্ট টেবিলে শক্ত অবস্থানে আছে বাংলাদেশ দল। আগের তিন সিরিজে ৯ ম্যাচে ৫ জয় ৫০ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আছে টাইগাররা।

অন্যদিকে তিন ম্যাচে মাত্র ১ জয়ে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের প্রতিযোগিতার ১৩ দলের মধ্যে সবার নিচে অবস্থান জিম্বাবুয়ের। এই সিরিজে এগিয়ে যেতে চাইবে তারাও।

কালের আলো/টিআরকে/এসআইএল