করোনা আক্রান্ত মুশফিকের বাবা-মা
প্রকাশিতঃ 4:03 pm | July 14, 2021

স্পোর্টস ডেস্ক, কালের আলোঃ
সকালেই খবর ছড়িয়ে পড়ে পারিবারিক কারণে জিম্বাবুয়ে থেকে হঠাৎ দেশে ফিরে আসছেন মুশফিকুর রহিম। তখনই গুঞ্জন ছিল কী হয়েছে এই তারকা ক্রিকেটারের পরিবারে? এবার উত্তর মিলল। মুশফিকের বাবা মাহবুব হামিদ ও মা রহিম খাতুন করোনা আক্রান্ত।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সূত্রের খবর- বাবা-মার অসুস্থতার খবর শুনে বুধবার(১৪ জুলাই) জিম্বাবুয়ে থেকে দেশের পথ ধরেছেন মুশফিক। বাবা-মার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ভাবিয়ে তুলেছে জাতীয় দলের এই তারকা ক্রিকেটারকে। তাদেরও বগুড়া থেকে দ্রুত ঢাকায় নিয়ে আসা হচ্ছে।
এদিকে হারারেতে বিসিবি মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম বলেন, এ মুহূর্তে মুশফিক এবং তাঁর পরিবারের প্রতি আমাদের শুভকামনা থাকবে। এ মুহূর্তে এটাই আসল। সেভাবেই চিন্তা করা হচ্ছে। উনি দেশে ফিরে যাচ্ছেন। সেখানে গিয়ে পরিবারের অবস্থা বুঝলে তারপর বলা যাবে। আমাদের পুরোপুরি সহানুভূতি ও শুভেচ্ছা রইল তাঁর পরিবারের প্রতি। ভবিষ্যতে কী হবে, এটা নিয়ে কোনো বক্তব্য দিতে চাইছি না, যেহেতু এটা খুবই স্পর্শকাতর বিষয়।
জিম্বাবুয়ে সফরের আগে থেকেই আলোচনায় মুশফিক। জিম্বাবুয়ে সফরে টি-টোয়েন্টি সিরিজে না খেলার জন্য বোর্ডের কাছে ছুটির আবেদন জানিয়েছিলেন তিনি। মুশফিকের সে আবদার মেনে তাকে ছুটিও দিয়েছিল বিসিবি।
এরপর ইনজুরিতে পড়ার কারণে জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে তাকে পাওয়া নিয়ে শঙ্কা জেগেছিল। তবে শেষ পর্যন্ত মাঠে ফিরেছিলেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ শেষ করে দেশে ফেরার কথা ছিল মুশফিকের। কিন্তু ফিরতে হচ্ছে সিরিজ না খেলেই। তার ফিরে আসার বিষয়টি এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে বোর্ড।
কালের আলো/টিআরকে/এসআইএল