হঠাৎ জিম্বাবুয়ে থেকে দেশে ফিরছেন মুশফিক
প্রকাশিতঃ 2:41 pm | July 14, 2021

স্পোর্টস ডেস্ক, কালের আলোঃ
হঠাৎ করে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে মুশফিকুর রহিম। এর আগে অবশ্য পারিবারিক কারণে টি-টোয়েন্টি সিরিজ থেকেও নিজেকে সরিয়ে নেন তিনি। যার কারণে ওয়ানডে সিরিজের আগেই দেশে ফিরে আসতেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।
বুধবার (১৪ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
জিম্বাবুয়ে সফরে টি-টুয়েন্টি সিরিজ থেকে ছুটি নিয়েছিলেন মুশফিক। এবার তার খেলা হচ্ছে না ওয়ানডে সিরিজেও।
মঙ্গলবার (১৩ জুলাই) জানা যায় টি-টুয়েন্টি সিরিজেও খেলতে পারেন মুশফিক। কিন্তু সব বদলে গেল ২৪ ঘণ্টা পার না হতেই। দেশে ফিরলে তাকে ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে। কেননা আগস্টের প্রথম সপ্তাহে অস্ট্রেলিয়ার বিপক্ষে রয়েছে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ।
জিম্বাবুয়েতে বাংলাদেশের টি-টুয়েন্টি সিরিজের তিন ম্যাচ ২৩, ২৫ ও ২৭ জুলাই। অস্ট্রেলিয়ার বিপক্ষে লাল-সবুজদের টি-টুয়েন্টি সিরিজ আগস্টের শুরুতে। সব ঠিক থাকলে টিম অজি বাংলাদেশে আসবে ২৯ জুলাই।
কালের আলো/টিআরকে/এসআইএল