গাজায় যুদ্ধ সম্প্রসারণে ৫০ হাজার রিজার্ভ সেনা বাড়াচ্ছে ইসরায়েল
প্রকাশিতঃ 8:49 am | May 27, 2025

আন্তর্জাতিক ডেস্ক, কালের আলো:
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় চলমান সামরিক অভিযানে আরও ৫০ হাজার রিজার্ভ সেনা যুক্ত করার সিদ্ধান্ত নিতে যাচ্ছে ইসরায়েলি সরকার। এর ফলে রিজার্ভ বাহিনীর সংখ্যা বেড়ে সাড়ে চার লাখে পৌঁছাবে।
অবশ্য ইসরায়েলের ভেতরে থেকেই এই পদক্ষেপের বিরুদ্ধে প্রতিবাদ উঠেছে। ইসরায়েলি সংবাদমাধ্যমের বরাত দিয়ে সোমবার (২৬ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।
বার্তাসংস্থাটি বলছে, ইসরায়েলি সরকার গাজায় চলমান সামরিক অভিযানে আরও ৫০ হাজার রিজার্ভ সেনা যুক্ত করার সিদ্ধান্ত নিতে যাচ্ছে। এর ফলে রিজার্ভ বাহিনীর সংখ্যা বেড়ে ৪ লাখ ৫০ হাজারে পৌঁছাবে। সোমবার জেরুজালেমে ‘সিটি অব ডেভিড’–এ বৈঠকে এ অনুমোদন দেওয়া হবে বলে জানিয়েছে ইসরায়েলের প্রভাবশালী দৈনিক ইয়েদিওথ আহরোনোথ।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, “অপারেশন গিডিয়নস চ্যারিয়টস” নামের সামরিক অভিযানের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। বর্তমানে ইসরায়েলের রিজার্ভ সেনা সংখ্যা ৪ লাখ, যা ২০২৫ সালের ৩১ আগস্ট পর্যন্ত ৫০ হাজার বাড়িয়ে ৪ লাখ ৫০ হাজারে উন্নীত করা হবে।
এই বাড়তি সংস্থানের ফলে বর্তমানে যেসব রিজার্ভ সেনা সক্রিয় দায়িত্বে রয়েছেন, তারা আগত মাসগুলোতেও যুদ্ধ ও সামরিক অভিযানে যুক্ত থাকতে পারবেন।
অবশ্য ইসরায়েলের ভেতরে থেকেই এই পদক্ষেপের বিরুদ্ধে প্রতিবাদ উঠেছে। মাদার্স অন দ্য ফ্রন্ট লাইন নামের এক সংগঠনের সহ-প্রতিষ্ঠাতা আয়েলেত হাশাচার সাইদোফ বলেন, “আমরা চাই নেতানিয়াহুর যুদ্ধ বন্ধ হোক। এই যুদ্ধ এক ধর্মীয়ভাবে বাধ্যতামূলক সেনা সেবায় অস্বীকৃতিকারী সরকারকে রক্ষা করছে।”
এর আগে ইসরায়েলি সংবাদমাধ্যম জানায়, গাজায় চলমান যুদ্ধের জন্য গত সপ্তাহ থেকেই হাজার হাজার রিজার্ভ সেনাকে ডাকা শুরু করেছে সেনাবাহিনী।
চলতি মাসের ৪ তারিখে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা “অপারেশন গিডিয়নস চ্যারিয়টস” অনুমোদন দেয়, যার আওতায় উত্তর গাজা থেকে পুরোপুরি জনসাধারণকে সরিয়ে নেওয়া এবং ভেতরের কিছু অঞ্চল দখলে নেওয়ার পরিকল্পনা রয়েছে।
কালের আলো/এমডিএইচ