নৌবাহিনীর বিশেষ কম্বিং অপারেশনে ৮৫ কোটি টাকা মূল্যের অবৈধ জাল ও মাছ জব্দ
প্রকাশিতঃ 9:12 pm | February 13, 2025

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
দেশের মৎস্য সম্পদ ও জীব বৈচিত্র্যের সুরক্ষায় বাংলাদেশ নৌবাহিনী ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ এর আওতায় বিশেষ কম্বিং অপারেশন পরিচালনা করছে। উপকূলীয় জলাশয় ও নদী অববাহিকায় ১০ মিটারের কম গভীরতায় মৎস্য সম্পদ ধ্বংসকারী সকল অবৈধ জাল অপসারণে বাংলাদেশ নৌবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে সরকারের জারিকৃত ‘বিশেষ কম্বিং অপারেশন’ চারটি ধাপে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলমান থাকবে।
চট্টগ্রাম, কক্সবাজার, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, খুলনা, মোংলা, বাগেরহাট, সাতক্ষীরা, শরীয়তপুর, বরিশাল, পটুয়াখালী, পিরোজপুর ও ভোলায় নৌবাহিনীর ১১টি জাহাজ ও উল্লেখযোগ্য সংখ্যক বোটের মাধ্যমে জাতীয় মৎস্য সম্পদ সুরক্ষায় ‘বিশেষ কম্বিং অপারেশন’ বাংলাদেশ নৌবাহিনী পরিচালনা করছে বলে জানিয়েছে আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
আইএসপিআর জানায়, গত ৯ ফেব্রুয়ারি থেকে বিশেষ কম্বিং অপারেশনের তৃতীয় ধাপ শুরু হয়েছে। আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত এই অভিযান পরিচালিত হবে। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) খুলনা নৌ অঞ্চলের বরিশাল জেলা ও তৎসংলগ্ন এলাকা, চরমোনাই, কালাইর মোহনা, মেহেন্দীগঞ্জ, লাহারহাট, ইলিশা, উলানিয়া বাজার, বাগুরজা, লেগুনিয়া, কালিগঞ্জ, মেঘনা নদীতে নৌবাহিনী জাহাজ বানৌজা আখতার উদ্দিন ও বিভিন্ন ধরনের বোটের মাধ্যমে বিশেষ কম্বিং অপারেশন কার্যক্রম পরিচালিত হয়। এ সময়ে বিপুল পরিমাণ অবৈধ জাল ও মাছ জব্দ করা হয়। একই সঙ্গে অবৈধ জাল ব্যবহার বন্ধ করার লক্ষ্যে জনসচেতনতামূলক প্রচারণা চালানো হয়।
আইএসপিআর আরও জানায়, এই অভিযানে বানৌজা আখতার উদ্দিনের বিশেষ টিম, জেলা প্রশাসন ও স্থানীয় মৎস্য অধিদপ্তরের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। বাংলাদেশ নৌবাহিনী বিভিন্ন নৌ অঞ্চলে অভিযান চালিয়ে বুধবার (১২ ফেব্রুয়ারি) প্রায় ৫ লক্ষ ৪৩ হাজার ২০০ মিটার অবৈধ কারেন্ট জাল, মশারী জাল, চটজাল, টংজাল এবং ৮টি বেহুন্দি ও অন্যান্য জাল জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৪ কোটি ২০ লক্ষ ২ হাজার। তৃতীয় ধাপে বুধবার (১২ ফেব্রুয়ারি) পর্যন্ত প্রায় ৪০ লক্ষ ৪৮ হাজার ৮৫০ মিটার বিভিন্ন ধরনের জাল ও ৪১ টি বেহুন্দি জাল আটক করা হয়। যার বাজার মূল্য ৩০ কোটি ৫২ লক্ষ ৪১ হাজার ৭০০ টাকা। এই অভিযানে এখন পর্যন্ত সর্বমোট ৮৫ কোটি ২২ লক্ষ ৪০ হাজার ১০০ টাকা মূল্যের অবৈধ জাল ও মাছ জব্দ করা হয়। অভিযানে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি বৈধ মৎস্য আহরণ নিশ্চিত করতে জেলেদের সচেতন হওয়ার আহবান জানানো হচ্ছে।
কালের আলো/এএইচ/এমকে