কড়াইল বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট

প্রকাশিতঃ 5:54 pm | February 26, 2023

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

রাজধানীর কড়াইল বস্তিতে আগুন লেগেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

রবিবার (২৬ ফেব্রুয়ারি) বিকাল ৫টায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দফতরের মিডিয়া কর্মকর্তা আনারুল ইসলাম দোলন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

কালের আলো/ডিএস/এমএম