অনির্দিষ্টকালের জন্য স্থগিত এশিয়ান গেমস
প্রকাশিতঃ 5:47 pm | May 06, 2022

স্পোর্টস ডেস্ক, কালের আলো:
এ বছরের সেপ্টেম্বরে চীনের হাংঝুতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এশিয়ার সবচেয়ে বড় ক্রীড়া প্রতিযোগিতা—এশিয়ান গেমস। কিন্তু চীনে করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় এটি স্থগিত ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
এটি এশিয়ান গেমসের ১৯তম আসর। এর আগে ১৯৯০ সালে চীনের বেইজিং ও ২০১০ সালে গুয়াংজুতে এশিয়ান গেমস অনুষ্ঠিত হয়েছিল। হাংঝুতে ১০ থেকে ২৫ সেপ্টেম্বর এশিয়ান গেমসের এই আসর অনুষ্ঠানের কথা ছিল।
কেন আসরটি স্থগিত করা হয়েছে, সেটি তাৎক্ষণিকভাবে জানানো হয়নি। তবে সম্প্রতি করোনাভাইরাসের প্রকোপ বেড়েছে সাংহাইসহ চীনের বেশ কয়েকটি শহরে। এ কারণে নতুন করে লকডাউন জারি হয়েছে।
গত মাসে এশিয়ান গেমসের আয়োজকরা জানিয়েছিল, ১ কোটি ২০ লাখ মানুষের শহর হাংঝুতে প্রতিযোগিতার ৫৬টি ভেন্যুর নির্মাণ কাজ শেষ হয়েছে।
সেখান থেকে এশিয়ান গেমসের আয়োজক শহর হাংজু প্রায় ১৭৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে। তাই নির্ধারিত সময়ে আসর শুরু নিয়ে আলোচনা চলছিল কিছু দিন ধরেই।
কালের আলো/এসবি/এমএম