ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে হলি ফ্যামিলির শিক্ষক গ্রেপ্তার
প্রকাশিতঃ 4:17 pm | December 29, 2021

নিজস্ব সংবাদদাতা, কালের আলো:
ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে রাজধানীর ইস্কাটন গার্ডেনের হলিফ্যামিলি মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. সালাউদ্দিনকে গ্রেপ্তার করেছে র্যাব।
বুধবার (২৯ ডিসেম্বর) দুপুরে এলিট ফোর্সটির একটি দল মগবাজার থেকে তাকে গ্রেপ্তার করে। র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মেডিকেল কলেজটির এক ছাত্রী গতকাল রমনা থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা করেন। সেই মামলায় সহকারী অধ্যাপক ডা. সালাউদ্দিনকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।
ভুক্তভোগী ছাত্রীর অভিযোগ, শিক্ষক ডা. সালাউদ্দিন বিভিন্নভাবে তাকে ‘কুপ্রস্তাব’ দিয়েছেন এবং আলাদাভাবে দেখা করতে বলেছেন। এতে রাজি না হওয়ায় নানাভাবে হুমকি প্রদান করেছেন।
ওই শিক্ষার্থী আরও বলেন, এর আগে তিনি (ডা. সালাউদ্দিন চৌধুরী) আমাকে কলেজে প্রাইভেট পড়াবেন বলে দুই দফায় বিশ হাজার টাকা নেন। কিন্তু, পড়াননি। পড়ার জন্য বারবার আমাকে তাঁর বাসায় যেতে বলেন, যাতে আমি কখনোই রাজি হইনি। এতে তিনি আরও ক্ষিপ্ত হয়ে যান। আমি আমার এবং আমার পরিবারের মান-সম্মানের ভয়ে এতদিন কোনো পদক্ষেপ নিতে পারিনি। কিন্তু, দিনে দিনে অবস্থা এতই খারাপ হয় যে, আমার কলেজে পড়ালেখা চরম হুমকির সম্মুখীন হচ্ছে। এখন তিনি অপরিচিত নম্বর থেকে ফোন দিয়ে আমাকে ভয় দেখাচ্ছেন।
কালের আলো/এসবি/এমএম