ব্রুনাই’র সুলতান শরীফ আলী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে যাচ্ছেন ইবি উপাচার্য
প্রকাশিতঃ 8:14 pm | September 15, 2018

ইবি প্রতিনিধি, কালের আলো:
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী তিন দিনের সফরে ব্রুনাই যাচ্ছেন।
তিনি ১৭ই সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য ব্রুনাই দারুস সালামের সরকারী বিশ্ববিদ্যালয় ইসলাম সুলতান শরীফ আলী (UNISSA) এর ৮ম সমাবর্তনে বিশেষ অতিথি হিসেবে আসন অলংকৃত করার উদ্দেশ্য যাচ্ছেন বলে জানা গেছে।
আজ (শনিবার) রাতে বিমান যোগে ব্রুনাই এর উদ্দেশ্যে দেশত্যাগ করবেন।
ইসলামী বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিকীকরণে আরও একধাপ এগিয়ে নেয়ার লক্ষ্যে ইউনিভার্সিটি ইসলাম সুলতান শরীফ আলী (UNISSA) এর সাথে ইসলামী বিশ্ববিদ্যালয়ের MoU স্বাক্ষর করবেন।
UNISSA রেক্টরের আমন্ত্রণে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী তিন দিনের সফরকালে ব্রুনাই দারুস সালামের মহামান্য সুলতান হাসান আল বালকীয়ার সাথে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হবেন।
আগামী ২০ সেপ্টেম্বর তিনি দেশে ফিরবেন বলে কথা রয়েছে।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী’র এ সফরের শুভ কামনা করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয় পরিবার।