ছাত্রলীগ সভাপতি সোহাগের বিরুদ্ধে সংবাদের প্রতিবাদে ময়মনসিংহে মানববন্ধন
প্রকাশিতঃ 9:29 pm | January 12, 2018
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগের বিরুদ্ধে সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত রিপোর্টের প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছে ময়মনসিংহ মহানগর ছাত্রলীগ।
শুক্রবার বিকেলে নগরীর ফিরোজ জাহাঙ্গীর চত্বরে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নওশেল আহমেদ অনি, ছাত্রলীগ নেতা শাহীন আলম, শাহারিয়ার নিশু, পরাগ সরকার, ওবায়দুল্লাহ, আসাদ খান, শরীফুল ইসলাম বক্তব্য রাখেন।
মানববন্ধনে ছাত্রলীগ নেতারা অভিযোগ করে বলেন, ছাত্রলীগের রাজনীতির ইতিহাসে একজন পরিচ্ছন্ন রাজনীতিক হিসেবেই পরিচিত সাইফুর রহমান সোহাগ। তাঁর নেতৃত্বে ছাত্রলীগ এশিয়া মহাদেশের অন্যতম শ্রেষ্ঠ একটি সংগঠন হিসেবে আত্নপ্রকাশ করেছে।
তাঁর জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে রাজনৈতিকভাবে তাকে হেয় প্রতিপন্ন করতে একটি মহল তথ্য সন্ত্রাসের মাধ্যমে তাকে ঘায়েল করার হীন অপচেষ্টা চালিয়েছে।