ইসলামী বিশ্ববিদ্যালয়ে জন্মাষ্টমী পালন

প্রকাশিতঃ 4:20 pm | September 02, 2018

ইবি প্রতিনিধি, কালের আলো:

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ভাবগাম্ভীর্য ও উৎসবের মধ্যদিয়ে সনাতনী ধর্মের ভারতবর্ষের ইতিহাসের প্রাণপুরুষ লীলা পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের জন্ম উৎসব বা জন্মাষ্টমী পালন করা হয়েছে।

বিভিন্ন কর্মসূচির মধ্যে রবিবার (২রা সেপ্টেম্বর) বেলা ১২ টার দিকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের হিন্দু ধর্মাবলম্বীদের পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন পরিষদ ১৪২৫ বঙ্গাব্দ এর আয়োজনে এক শোভাযাত্রা বের হয়।

উৎসব মুুুখর পরিবেশে শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে ধর্মীয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুুুষ্ঠানে মিলিত হয়।

আলোচনা সভায় ড. ধনঞ্জয় কুমার এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুন-উর-রশীদ আসকারী, বিশেষ অতিথি ছিলেন, উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহিনুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. সেলিম তোহা ও ব্যবসায় প্রশাসন অনুষদের ডীন প্রফেসর ড. অরবিন্দ সাহা।

ধর্মালোচক হিসেবে উপস্থিত ছিলেন, বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ এর কেন্দ্রীয় সদস্য ড. মিলন কুমার বসু।

আলোচনা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কালের আলো/ওএইচ