ময়মনসিংহে ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী আটক
প্রকাশিতঃ 9:34 pm | August 12, 2018

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
ময়মনসিংহে অভিযান চালিয়ে ২৩৭ পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৪)।
আটককৃতরা হলো- জামিল মিয়া (২২), আনোয়ার হোসেন (২২) মতিন (১৬) ও বাছির মন্ডল (২৮)।
রোববার (১২ আগষ্ট) বিকেলে র্যাব-১৪ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব জানায়, শনিবার (১১ আগষ্ট) রাতে মাদকবিরোধী পৃথক অভিযান চালিয়ে শহরের তাজমহল মোড় থেকে ১৯২ পিস ইয়াবাসহ ৩ জনকে ও কালীবাড়ি মন্দিরের পেছন থেকে ৪৫ পিস ইয়াবাসহ একজনকে আটক করা হয়।
কালের আলো/ওএইচ