করোনামুক্ত হলেন ঐশ্বরিয়া-আরাধ্য, এখনো পজিটিভ আমিতাভ-অভিষেক
প্রকাশিতঃ 8:00 pm | July 27, 2020

শোবিজ ডেস্ক, কালের আলো:
করোনামুক্ত হলেন ঐশ্বরিয়া রাই বচ্চন ও তার মেয়ে আরাধ্য বচ্চন। মা-মেয়ের করোনা টেস্টের রিপোর্ট নেগেটিভ এসেছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে টুইটারে একটি পোস্ট শেয়ার করে নিশ্চিত করেছেন অভিষেক বচ্চন।
বলিউডের এই অভিনেতা লিখেছেন, “আপনাদের সকলের প্রার্থনার জন্য ধন্যবাদ। ঐশ্বরিয়া ও আরাধ্যর করোনা টেস্ট নেগেটিভ এসেছে। তাদের হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। তারা এখন বাড়িতে আছেন।”
তবে এখনও হাসপাতালে ভর্তি রয়েছেন অভিষেক বচ্চন ও তার বাবা অমিতাভ বচ্চন।
গত ১১ জুলাই করোনাভাইরাসের টেস্ট রিপোর্ট পজিটিভ আসার পরই মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে চিকিৎসা নিতে শুরু করেন অমিতাভ-অভিষেক।
পরে ১২ জুলাই পজিটিভ আসে ঐশ্বরিয়া রাই বচ্চন ও আরাধ্য বচ্চনের করোনা টেস্টের রিপোর্ট। তবে সেসময় তাদের শরীরে করোনার তেমন কোনো লক্ষণ না থাকায় তারা হাসপাতালে ভর্তি হননি। তাই বাড়িতেই হোম কোয়ারেন্টাইনে (সঙ্গরোধ) ছিলেন মা ও মেয়ে।
কিন্তু ঐশ্বরিয়া ও আরাধ্যর অবস্থার অবনতি হলে গত ১৮ জুলাই মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি করা হয়েছিলো তাদের।
কালের আলো/এসকে/ওএইচ