মেসির জন্মদিন পালন ময়মনসিংহে
প্রকাশিতঃ 7:53 pm | June 25, 2018

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
আর্জেন্টিনার মহা-নায়ক তথা বিশ্ব খ্যাত ফুটবলার লিওনেল মেসির ৩১ তম জন্মদিন ছিল ২৪ জুন। মেসির এবারের জন্মদিনটা যেন একটু ভিন্নভাবেই কেটেছে। একেতো বিশ্বকাপ তার উপর আর্জেন্টাইন শিবিরের বিরুদ্ধে ফুটবল বিশ্বে চলছে সমালোচনা।
তবে সব সমালোচনাকে পেছনে ফেলে বিশ্বের মেসি ভক্তরা ঠিকই তার জন্মদিন পালন করেছেন আয়োজন করেই। বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলেই মেসি ভক্তরা জন্মদিন পালন করেন নিজেদের মত করে।
ময়মনসিংহেও পালন করা হয়েছে এ মহাতারকার জন্মদিন। ময়মনসিংহে ভারী বৃষ্টি উপেক্ষা করে লিও সমর্থকরা ঝড়ো হয় নগরীর শিল্পাচার্য জয়নুল আবেদিন উদ্যানের বৈশাখী মঞ্চে। হৈ-হুল্লোর ও কেক কেটে জন্মদিন পালনের অনুষ্ঠানটির আয়োজন করে ফেইসবুক ভিত্তিক Argentina Fan’s Castle নামের গ্রুপ।
গ্রুপের এডমিন, মডারেটর ও সদস্যদের উপস্থিতিতে যুক্ত হয় মেসি ভক্তরাও। তারাও মেসির প্রতি শুভ কামনা জানিয়ে পালন করেন জন্মদিন।
কালের আলো/ওএইচ