শিল্পী হিসেবে প্রাপ্য অধিকার চাই
প্রকাশিতঃ 10:50 am | April 19, 2020

জ্যোতিকা জ্যোতি :
বলছিলাম যে, বাংলাদেশের অভিনয়শিল্পী এবং সংশ্লিষ্ট মিডিয়া কর্মীদের কি অবস্থা? প্রণোদনা জাতীয় কিছু নেই?ক্ষুধার উন্মাদনাও নেই ??
কাউকেতো কিছু চাইতেও দেখছিনা। ইশারা ইঙ্গিতে দুএকজন বলার চেষ্টা করলে ঐ হালকার ওপর ঝাপসা।পাছে কে কি মনে করলো! তাহলেতো মান সম্মান গেলো বলে! অবশ্য আমাদের দেশে এই পেশার লোকদের আদৌ কেউ #সম্মান করে কিনা সে বিষয়ে আমি যথেষ্ট সন্দিহান!
কিন্তু সামাজিক দায়িত্ব, সমাজ সচেতনতা এগুলোতে অংশগ্রহণ না করলে কিন্তু আবার দারুন অপরাধ, আবার করলেও অপবাদ!
কোটি টাকা বাজেটের কোন সরকারি/বেসরকারী প্রজেক্টে অভিনয় শিল্পীকে ফ্রি সচেতনতামূলক বানী কিন্তু দিতে হবে,না হলে শিল্পীর সামাজিক দায়বদ্ধতা থাকলো কই!কোটি টাকার হিসাবে তার বাজেট একেবারেই রাখা যাবেনা।বাকী টাকাটা হাওয়ায় উড়ে যাবে।
আর শিল্পীরা শুধু ওই হাওয়া খেয়ে বাঁচবে!
আমি তো যদ্দুর জানি তাদের আয়ের একমাত্র উৎস দিন হিসেবে কাজ করে যে টাকা পায় সেটাই। দিনমজুরী না বলে সমাজ যেটার নাম দিয়েছে #সম্মানী। ওই সম্মানী তো এখন বন্ধ যেহেতু শ্যুটিং বন্ধ। দেশের যে পরিস্থিতি সামনে আসছে সে সম্মানী পেতে পেতে আরো কয় মাস বছর লাগে সেটা অনিশ্চিত।তো দিন এনে দিন পার করা এই মানুষগুলোর ভবিষ্যত কি???
টেলিভিশন শিল্পী সংঘ থেকে ম্যাসেজ এসেছে কোন দুস্থ শিল্পী আগ্রহী থাকলে সরকারী সাহায্যর জন্য তথ্যমন্ত্রনালয়ে তার নাম পাঠানো হবে।সংঘ তার দায়িত্ব পালন করেছে। কিন্তু সরকারের এই দুই-চার হাজার বা দুই-চার লক্ষ টাকার সাহায্য দিলেইবা আমি নেবো কেন? ক্ষুধার পাশাপাশি আত্মসম্মানও তো আছে শিল্পীর।করোনা কালের এই অল্প, অনিশ্চিত সরকারী করুণায় জীবন চলবে কি? যারা সচ্ছল তারা চাইবেন না? বসে খেয়ে তো রাজার ভান্ডারও একদিন ফুরায়, আপনিতো শুধু একটি অসচ্ছল, দরিদ্র ইন্ডাস্ট্রির একজন কর্মী মাত্র!
একজন শিল্পী হিসেবে আমি আমার প্রাপ্য অধিকার চাই। হাওয়া খেয়ে বা বিশেষ দিবসে বিশেষ কয়েকজনের চা-চক্রের দাওয়াতে গিয়ে আমার পেট ভরেনা। আর আত্মসম্মান বিকিয়ে করুনা নিয়েও আমার শান্ত্বি আসেনা।নিজের পেশাগত অধিকার ও দেশের শিল্প-সংস্কৃতি রক্ষায় প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়ার জন্য সংশ্লিষ্ট সংগঠনসমূহের নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষন করছি।
আমি নিশ্চিত আমার মতো এমন শতশত আছেন, আওয়াজ তুলুন।নিজের জীবন ও সম্মান রক্ষা করুন।
জ্যোতিকা জ্যোতি
১৮এপ্রিল,২০২০।
লেখিকা: অভিনয়শিল্পী