কোটা সংস্কারের দাবির প্রতি সমর্থন ময়মনসিংহ জেলা ছাত্রলীগের

প্রকাশিতঃ 3:05 am | March 19, 2018

উবায়দুল হক, কালের আলো:

সরকারি চাকরিতে বিদ্যমান কোটাপদ্ধতি সংস্কারের দাবির প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে ময়মনসিংহ জেলা ছাত্রলীগ।

এ দাবিতে সারাদেশে একযোগে কর্মসূচির অংশ হিসেবে রোববার ময়মনসিংহের আনন্দ মোহন কলেজের সামনে আয়োজিত মানববন্ধনে বক্তৃতাকালে ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সভাপতি মো. রকিবুল ইসলাম রকিব এ সমর্থন জানান।

তিনি বলেন, ‘ছাত্রলীগের গঠনতন্ত্রে স্পষ্ট লেখা আছে সারাবাংলার ছাত্র সমাজের যৌগিক দাবি আদায়ে বাংলাদেশ ছাত্রলীগ বদ্ধ পরিকর। সেই ধারাবাহিকতায় সাধারণ ছাত্রসমাজের কোটা সংস্কারের এ দাবির প্রতি শতভাগ সমর্থন জানাচ্ছে ময়মনসিংহ জেলা ছাত্রলীগ ও আনন্দ মোহন কলেজ ছাত্রলীগ।’

তিনি বলেন, ‘বাংলাদেশের সফল রাষ্ট্র নায়ক, দেশরত্ন শেখ হাসিনা তার উদারতার মানসিকতা দিয়ে বিশ্বে ‘মাদার অব হিউম্যানিটি’ উপাধিতে ভূষিত হয়েছেন। আমি বিশ্বাস করি জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাধারণ শিক্ষার্থীদের এ দাবি দেখছেন।’

ঢাকায় পুলিশের সঙ্গে আন্দোলনকারিদের সংঘর্ষ ও মামলার বিষয়টি টেনে রকিব বলেন, ‘আন্দোলনকে ভন্ডুল করতে কিছু অতি উৎসাহী অনুপ্রবেশকারিরা উষ্কানী ছড়াচ্ছে। তারা সরকারকে বিব্রত করছে, তারা  চায় না এ দাবি পূরণ হোক। এদেরকে প্রতিহত করতে হবে।’

 

কালের আলো/ওএইচ