জটিল কাজ সহজভাবে করেছেন বঙ্গবন্ধু: মতিন সরকার

প্রকাশিতঃ 11:17 pm | March 17, 2018

আনিসুর রহমান ফারুক, কালের আলো:

বাঙালীর জীবনে মার্চ মাসকে গুরুত্বপূর্ণ ও স্বাধীনতার মাস উল্লেখ করে ত্রিশাল আসনের সাবেক এমপি ও দু:সময়ের কান্ডারী ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আ: মতিন সরকার বলেছেন, নির্যাতিত মানুষকে ঐক্যবদ্ধ করে আন্দোলনে সম্পৃক্ত করার মত জটিল কাজ সহজভাবে করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু বাঙালিকে অর্থনৈতিক মুক্তির জন্য আত্মসচেতন করে গড়ে তুলেছেন।

তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে ও দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে আবারো নৌকাকে বিজয়ী করতে ঐক্যবদ্ধ হয়ে নেতাকর্মীদের কাজ করতে হবে।

স্বাধীনতা দিবস উপলক্ষে কাঁঠাল ইউনিয়ন যুবলীগ আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ত্রিশাল উপজেলা আওয়ামী যুুবলীগের উদ্যোগে মাসব্যাপী সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ন সাধারন সম্পাদক আলী নেওয়াজ সরকার,উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক আবুল কালাম,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আশরাফুল ইসলাম মন্ডল।

সমাবেশে প্রধান বক্তার বক্তব্য রাখেন সাবেক মেধাবী ছাএনেতা, ত্রিশাল উপজেলা যুবলীগের সভাপতি জাহিদুল ইসলাম জুয়েল সরকার।

সাংগঠনিক বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগ সাধারন সম্পাদক মো.গোলাম মোস্তফা।

ইউনিয়ন যুবলীগের সভাপতি মিজানুর রহমান হেলাল দেওয়ানের সভাপতিত্ব ও সাধারন সম্পাদক জহিরুল ইসলাম সুজনের পরিচালনায় ইউনিয়ন যুবলীগ আয়োজিত এ সমাবেশের সার্বিক দায়িত্বে ছিলেন ইউনিয়ন যুবলীগ নেতা মো.রকিব হাসান হানিফ ও হাবিবুর রহমান।

 

কালের আলো/এআরএফ/ওএইচ

Print Friendly, PDF & Email