বাংলাদেশের জয়ে ময়মনসিংহে বাঁধভাঙা উচ্ছ্বাস

প্রকাশিতঃ 12:13 am | March 17, 2018

উবায়দুল হক, কালের আলো:

নিদাহাস ট্রফিতে শ্রীলংকার বিপক্ষে জয় লাভ করে বাংলাদেশ দল ফাইনাল নিশ্চিত করায় জয়ের নায়ক মাহমুদউল্লাহ রিয়াদের নগরী ময়মনসিংহে চলছে বাঁধভাঙ্গা উল্লাস।

শুক্রবার স্বাগতিক শ্রীলংকাকে দুই উইকেটে পরাজিত করে টাইগাররা। দীর্ঘদিন আড়ালে থেকে পারফরমেন্স করে যাওয়া ‘সাইলেন্ট কিলার’ মাহমুদউল্লাহ রিয়াদের অসাধারণ ব্যাটিংয়ে জয় পায় বাংলাদেশ।

শেষ বলে ছক্কা হাঁকিয়ে বাংলাদেশের জয় নিশ্চিত হওয়ার পরপরই ময়মনসিংহ নগরীর টাউন হল, গাঙ্গিনারপাড়, কলেজ রোড, সানকিপাড়া, চরপাড়াসহ প্রতিটি সড়কে শিক্ষার্থী ও সাধারণ মানুষ মিছিল করে রীতিমতো উচ্ছ্বাস প্রকাশ করেন। এসময় বাংলাদেশ, বাংলাদেশ ধ্বনিতে প্রকম্পিত হয়ে ওঠে পুরো এলাকা। সবাই ময়মনসিংহের ছেলে রিয়াদ ভাই-রিয়াদ ভাই বলে স্লোগান দেন। অনেককেই নাগিন ড্যান্সও দিতে দেখা যায়।

রনি নামের এক তরুণ বলেন, সত্যিই অসাধারণ খেলেছে বাংলাদেশ। আমাদের রিয়াদ ভাই দুর্দান্তভাবে শেষ করেছেন। অভিনন্দন বাংলাদেশ দলকে।

আরেকজন বলেন, নিজেদের দিনে আমরা যে কাউকে হারাতে পারি সেটা আজকে আবারও প্রমাণ হলো। ফাইনালেও বাংলাদেশ তাদের জয়ের ধারা অব্যাহত রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ম্যাচ জিতিয়ে যা বললেন মাহমুদউল্লাহ

 

কালের আলো/ওএইচ

Print Friendly, PDF & Email