ময়মনসিংহে বাপসা’র উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস পালিত

প্রকাশিতঃ 9:21 pm | March 08, 2018

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

‘সময় এখন নারীর: উন্নয়নে তারা, বদলে যাচ্ছে গ্রাম-শহরে কর্মজীবনধারা’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে Unite for Body Rights (UBR)-২ এর সহযোগীতায় বাপসা’র উদ্যেগে ময়মনসিংহে তিনদিন ব্যাপি বিভিন্ন কর্মসূচী পালনের মধ্যদিয়ে আন্তর্জাতিক নারী দিবস ২০১৮ উদযাপন করা হয়েছে।

কর্মসূচীর অংশ হিসেবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে রচনা প্রতিযোগিতা, চিত্রাংকন প্রতিযোগিতা, কিশোর কিশোরীদের নিয়ে প্রজনন স্বাস্থ্য বিষয়ক ডার্ক খেলা প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং ময়মনসিংহ জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে মানববন্ধন ও বর্ণাঢ্য র‌্যালিতে অংশ নেয়। এছাড়া ইউবিআর-২ বাপসা, ময়মনসিংহ কনফারেন্স রুমে এক আলোচনা সভা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরনের মাধ্যমে দিবসটির সমাপ্তি ঘোষনা করা হয়।

তিন দিন ব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে গত ০৬ই মার্চ মঙ্গলবার সকালে শহরের বিদ্যাময়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে ময়মনসিংহ জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে মানব বন্ধন কর্মসূচী পালন করা হয় এবং গতকাল বুধবার শিক্ষার্থীদের নিয়ে রচনা প্রতিযোগিতা, চিত্রাংকন প্রতিযোগিতা, কিশোর কিশোরীদের নিয়ে প্রজনন স্বাস্থ্য বিষয়ক ডার্ক খেলা প্রতিযোগিতা ও ইউবিআর ইয়ুথ ফোরাম বাপসা, ময়মনসিংহের অংমগ্রহনে বাল্য বিবাহের কুফল সম্পর্কে সচেতনতার জন্য একটি পথ নাটকের আয়োজন করা হয়।

পরে আজ বৃহস্পতিবার জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালিতে অংশগ্রহন করা হয়। সর্বশেষ ইউবিআর-২ বাপসা, ময়মনসিংহ কনফারেন্স রুমে এক আলোচনা সভা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরনের মাধ্যমে দিবসটি উদযাপনের সমাপ্তি ঘোষনা করা হয়।

আলোচনা সভা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা দিলখোশ জাহান। ইউবিআর-২ বাপসা ময়মনসিংহের উপজেলা ম্যানেজার এএএম মাহমুদুল হক সিদ্দিকীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্যে বলেন, অনেক নারীরাই নির্যাতনের শিকার হলেও তারা মুখ বুজে থাকে, তা প্রকাশ করে না- এমন মানসিকতা পরিবর্তন আনতে হবে। কর্মমুখী শিক্ষায় নারীরা শিক্ষিত হলে সমাজে তাদের কদর বাড়বে। তাই কর্মমুখী শিক্ষাকে তিনি প্রাধান্য দিতে বলেছেন।

সভায় ইউবিআর-২ প্রজেক্টের প্রোগ্রাম অফিসার ওয়াইএফএস, ইয়ুথ অফিসার, ইউবিআর-২ ইয়ুথ ফোরাম বাপসা, ময়মনসিংহের সভাপতি, ইয়ুথ অর্গানাইজারগন সহ বিভিন্ন শ্রেনীর মানুষ বক্তব্য রাখেন। বক্তারা জাতীয় জীবনে নারীর অবদান উল্লেখপূর্বক নারী পুরুষের সমান অধিকার নিশ্চিত করার দাবী করেন।

আলোচনা অনুষ্ঠান শেষে প্রধান অতিথি বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন করেন।