বিএনপির করুণ দশার কারন জানালেন তোফায়েল আহমেদ
প্রকাশিতঃ 5:40 pm | June 02, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও ভোলা ১ আসনের সাংসদ তোফায়েল আহমেদ বলেছেন, বিএনপি ক্ষমতায় থাকা অবস্থায় লুটপাট ছাড়া কিছুই দেয়নি এ দেশের মানুষকে। আজকে এ জন্য বিএনপির এমন করুণ দশা। ধীরে ধীরে বিএনপি আজ বিলুপ্তির পথে।
রবিবার(২ জুন) বেলা ১১টায় ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের ভেলুমিয়া বাজারে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গরিব ও দুঃস্থদের মাঝে জাকাতের শাড়ি-লুঙ্গি বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তোফায়েল আহমেদ এসব কথা বলেন।
তিনি আরো বলেন, বিএনপি আপনাদের সাহায্যের জন্য আসে না। তারা আসে ভোটের সময়। আমরা ভোটকে সামনে রেখে রাজনীতি করি না। আমরা আপনাদের জন্য রাজনীতি করি।
সাবেক ডাকসুর ভিপি আরো বলেন, আজ বাংলাদেশ দারিদ্র্যমুক্ত হতে চলেছে। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল বাংলাদেশ একদিন ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত হবে। আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে তা বাস্তবায়নের পথে। ভোলাতে এমন অবকাঠামোগত উন্নয়ন ছিল মানুষের ভাবনার অতীত। আজ ভোলা নদী ভাঙনের হাত থেকে রক্ষা পেয়েছে। পর্যাপ্ত গ্যাস আছে। এ সময় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আপনারা ঐক্যবদ্ধ থাকবেন, নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি যেন না হয়।
কালের আলো/ডিআরএ/এমকে