প্রশ্নবিদ্ধ নির্বাচন হতে দেব না: ইসি মাহবুব

প্রকাশিতঃ 10:53 pm | October 07, 2017

আগামী জাতীয় সংসদ নির্বাচন কোনোভাবেই প্রশ্নবিদ্ধ হবে না বলে আশ্বাস দিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মাহবুব তালুকদার। এজন্য যা যা করা প্রয়োজন সবই নির্বাচন কমিশন করবে বলেও জানান তিনি।

শনিবার রংপুরে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে  তিনি এসব কথা বলেন।

রাজনৈতিক সমঝোতা না হওয়ায় দশম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিসহ বেশির ভাগ বিরোধী দল অংশ নেয়নি। ফলে ১৫৪টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হন আওয়ামী লীগ ও শরিক দলের প্রার্থীরা। আগামী বছরের ডিসেম্বর নাগাদ দেশে পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।

গত ফেব্রুয়ারিতে দায়িত্ব গ্রহণ করা নির্বাচন কমিশনের অধীনেই হবে সেই নির্বাচন। ইতোমধ্যে নির্বাচন কমিশন নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে। সে অনুযায়ী বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ চলছে।

ইসি মাহবুব বলেন, ‘নির্বাচন একটি ধারাবাহিক প্রক্রিয়া। দুঃখজনক হলেও সত্য, বিভিন্ন কারণে এ ধারাবাহিকতা আমাদের দেশে নেই।’

মাহবুব তালুকদার বলেন, ‘নিরপেক্ষ নির্বাচন করার জন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা একান্ত প্রয়োজন, কিন্তু আমাদের দেশে সেটা নেই। রাজনৈতিক দলগুলোর নেতারা একে অপরের সঙ্গে কথা পর্যন্ত বলেন না, তাদের মধ্যে মুখ দেখাদেখিও নেই।’

এর আগে রংপুর সিটি মেয়র সরফুদ্দিন আহমেদ ঝন্টুর হাতে স্মার্ট জাতীয় পরিচয়পত্র তুলে দিয়ে স্মার্ট পরিচয়পত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন নির্বাচন কমিশনার।

রংপুর জেলা পরিষদ কমিউনিটি সেন্টার মিলনায়তনে রংপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সুবাস চন্দ্র সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন রংপুর সিটি করপোরেশনের মেয়র সরফুদ্দিন আহমেদ ঝন্টু, বিভাগীয় কমিশনার কাজী হাসান আহমেদ, অতিরিক্ত ডিআইজি বশির আহমেদ, জেলা প্রশাসক ওয়াহিদুজ্জামান, পুলিশ সুপার আবদুর রাজ্জাক, জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ, জেলা নির্বাচন কর্মকর্তা জিএম সাহাতাব উদ্দিন প্রমুখ।

সিইসি বলেন, ‘বিভিন্ন কারণে আমাদের দেশের নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়ে থাকে। কিন্তু আগামী নির্বাচন যাতে প্রশ্নবিদ্ধ না হয় সেজন্য আমরা সম্ভাব্য সব ব্যবস্থাই গ্রহণ করবো। নির্বাচনে নির্বাচন সংশ্লিষ্ট কারো কোনো ধরনের গাফিলতি পাওয়া গেলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।’

মাহবুব বলেন, ‘অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য আমাদের কাজ অব্যাহত রয়েছে। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করতে না পারলে মুক্তিযুদ্ধের অবমাননা করা হবে।’

অনুষ্ঠানে নির্বাচন কমিশনের সচিব হেলালুদ্দীন আহমদ বলেন, ‘আগামী নভেম্বর মাসে রংপুর সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। ডিসেম্বরে শেষ সপ্তাহে নির্বাচন অনুষ্ঠিত হবে। এজন্য এখন থেকেই আমরা কাজ শুরু করে দিয়েছি।’

অনুষ্ঠানে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিষয়ক বিশেষ প্রতিবেদন উপস্থাপন করেন জাতীয় পরিচয় নিবন্ধন অনু বিভাগের মহা-পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলাম।

পরে অনুষ্ঠানের প্রধান অতিথি নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার রংপুর সিটি মেয়র সরফুদ্দিন আহমেদের হাতে স্মার্ট জাতীয় পরিচয়পত্র তুলে দিয়ে রংপুর সিটি করপোরেশনের ৩৩টি ওয়ার্ডে প্রায় তিন লাখ ৫৭ হাজার স্মার্ট কার্ড বিতরণ কাযংক্রমের উদ্বোধন করেন।

Print Friendly, PDF & Email