জি বাংলা’র উপস্থাপিকা সুদীপা চ্যাটার্জি এখন ময়মনসিংহে
প্রকাশিতঃ 8:07 pm | February 21, 2018
কালের আলো রিপোর্ট:
কলকাতার জি বাংলা চ্যানেলের জনপ্রিয় অনুষ্ঠান ‘রান্নাঘর’-এর উপস্থাপিকা সুদীপা চ্যাটার্জি এখন বাংলাদেশে। মঙ্গবার ময়মনসিংহে তাঁর মামাবাড়ি থেকে ফেসবুক লাইভে আসেন। একে একে পরিচয় করিয়ে দেন আত্মীয়-স্বজনের সঙ্গে। এক ঘণ্টার মধ্যে তাঁর ফেসবুক লাইভ দেখে আট হাজার ৯০০ জন। মন্তব্য করে ৬৪০ জন।
সুদীপা বলেন, ‘বাংলাদেশিরা এত অতিথিপরায়ণ, আগে জানতাম না। মায়ের মুখে অনেক গল্প শুনেছি। এখন বাস্তবে দেখলাম। আমি আসার পর থেকে সব সময় নজরে নজরে রাখছে সবাই। কোনটা দরকার বলার আগেই পৌঁছে দিচ্ছে সবাই। আমি সত্যিই অভিভূত। এখন থেকে নিয়মিত মামাবাড়ি আসার সিদ্ধান্ত নিয়েছি।’
সুদীপা লাইভের ক্যাপশনে লেখেন ‘মামাবাড়ি ভারি মজা’।
কালের আলো/ওইচ