ফাইনালের আগে দুবাইয়ের উইকেট নিয়ে যা বলছেন রাচিন

প্রকাশিতঃ 2:46 pm | March 07, 2025

স্পোর্টস ডেস্ক, কালের আলো:

দুবাইয়ে এর আগে গ্রুপ পর্বে খেলেছে নিউজিল্যান্ড। এবার সেই মাঠেই খেলবে ফাইনালে। যেখানে তাদের প্রতিপক্ষ ভারত। গ্রুপ পর্বে ভারতের বিপক্ষেই হেরেছিলেন রাচিন রবীন্দ্ররা। ফাইনালে দুবাইয়ে খেলতে নামার আগে উইকেট নিয়ে দ্বিধায় নিউজিল্যান্ড।

একই গ্রুপে ছিল ভারত এবং নিউজিল্যান্ড। সেই দুই দলই এবার খেলবে ফাইনালে। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে রাচিন বলেন, ‘দুবাইয়ের পিচ কেমন হবে জানি না। ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে বল টার্ন করছিল। কিন্তু আগের দিনের ম্যাচে বল সেভাবে টার্ন করেনি। আমাদের পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হবে। রবিবার সেই কাজটা করতে হবে।’

সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১০৮ রান করেন রাচিন। কেন উইলিয়ামসনকে সঙ্গে নিয়ে ১০২ রানের জুটি গড়ে দলকে ৩৬২ রান তুলতে সাহায্য করেন। সেই রান তাড়া করতে নেমে দক্ষিণ আফ্রিকা ৩১২ রানের বেশি করতে পারেনি। ৫০ রানে হারতে হয় তাদের। বৃথা যায় ডেভিড মিলারের ৬৭ বলে করা সেঞ্চুরি।

তবে ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে রান পাননি রাচিন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আশা করব ফাইনালে বেশিক্ষণ ব্যাট করতে পারব। দলের জন্য ভালো খেলতে চাই। কোনো প্রতিযোগিতায় খেলতে নামলে, আমরা প্রথম চারটি দলের মধ্যে থাকার চেষ্টা করি। শেষ কয়েক বছরে ধারাবাহিক ভাবে আমরা সেটা করতে পারছি। নিজেদের প্রস্তুতি নিয়েও আমরা খুশি। এখানে আমরা আগেই চলে এসেছিলাম। সেটাই এখন খেলতে সাহায্য করছে।’

ফাইনাল নিয়ে ভাবনার কথা জানিয়ে উইলিয়ামসন বলেন, ‘আমরা একবার সেখানে খেলেছি, কন্ডিশন ভিন্ন। এখন গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের ইতিবাচক দিকগুলো মাথায় রাখতে হবে এবং ফাইনালে কিভাবে খেলব সে সম্পর্কে পরিষ্কার থাকতে হবে।’

কালের আলো/এসএকে