তালিকাভুক্ত সন্ত্রাসী ‘কিলার লিটন’ গ্রেপ্তার, হাজারীবাগ থানাতেই ১৪ মামলা

প্রকাশিতঃ 3:24 pm | December 27, 2024

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

পুলিশ হেডকোয়ার্টার্স ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তালিকাভুক্ত কুখ্যাত অস্ত্রধারী সন্ত্রাসী ও চাঁদাবাজ মো. লিটন হাওলাদার (৪২) ওরফে কিলার লিটনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাতে রাজধানীর হাজারীবাগের বাড়ৈখালী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ডিএমপির হাজারীবাগ থানায় মাদক, চাঁদাবাজি, ছিনতাই মারপিটসহ ১৪টি মামলার এজাহারনামীয় আসামি।

এসব তথ্য নিশ্চিত করেন ডিএমপির উপ-কমিশনার (মিডিয়া) মুহম্মদ তালেবুর রহমান।

তিনি জানান, কিলার লিটন পুলিশ হেডকোয়ার্টার্স ও ডিএমপি হেডকোয়ার্টার্সের তালিকাভুক্ত কুখ্যাত অস্ত্রধারী সন্ত্রাসী ও চাঁদাবাজ। তার নামে ডিএমপির হাজারীবাগ থানায় মাদক, চাঁদাবাজি, ছিনতাই মারপিটসহ ১৪টি মামলা রয়েছে। তাকে দীর্ঘদিন ধরে থানা পুলিশ, ডিবি  গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে আসছিল। অবশেষে বৃহস্পতিবার মধ্যরাতে হাজারীবাগ থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

তালেবুর রহমান আরও জানান, ‘লিটন হাওলাদার চাঁদাবাজি, মারামারি, মারপিট, ছিনতাই ও মাদক ব্যবসার জন্য এলাকাবাসীর কাছে কিলার লিটন হিসেবে পরিচিত ছিল। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

কালের আলো/এএমকে