প্রথম দিনই চীন-মেক্সিকো-কানাডায় নতুন শুল্ক চাপানোর ঘোষণা ট্রাম্পের
প্রকাশিতঃ 12:11 pm | November 26, 2024
আন্তর্জাতিক ডেস্ক, কালের আলো:
ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তার প্রেসিডেন্সির প্রথম দিনেই তিনি চীন, মেক্সিকো ও কানাডার ওপর নতুন শুল্ক আরোপ করবেন। অবৈধ অভিবাসন ও যুক্তরাষ্ট্রে মাদক চোরাচালান দমন করতে বাধ্য করার প্রচেষ্টার অংশ হিসেবে যুক্তরাষ্ট্র এ উদ্যোগ নেবে।
তিনি আরও বলেছেন, চীন থেকে কৃত্রিম ওপিওয়েড ফেন্টানিলের চোরাচালান বন্ধ না করা পর্যন্ত দেশটির ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপ করা হবে।
যদি ট্রাম্প তার হুমকির মতোই পদক্ষেপ নেন, তবে আমেরিকার তিনটি বৃহত্তম বাণিজ্যিক অংশীদারের সঙ্গে উত্তেজনা বাড়বে। খবর বিবিসির।
নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে ট্রাম্প বলেন, মেক্সিকো ও কানাডার ওপর শুল্ক বহাল থাকবে যতক্ষণ না এ দুই দেশ মাদক, বিশেষ করে ফেন্টানিল এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমকারী অভিবাসীদের দমন না করে।
তিনি বলেন, মেক্সিকো এবং কানাডা এই দীর্ঘদিন ধরে চলা সমস্যাটি সহজেই সমাধান করার পূর্ণ অধিকার এবং ক্ষমতা রাখে। এটি তাদের জন্য একটি বড় মূল্য পরিশোধ করার সময়!
পৃথক এক পোস্টে ট্রাম্প বেইজিংকে আক্রমণ করেছেন। তিনি বলেছেন, চীনের কর্মকর্তারা যারা ফেন্টানিল চোরাচালানে জড়িতদের মৃত্যুদণ্ড কার্যকর করার প্রতিশ্রুতি দিয়েছিলেন, তারা সেই প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ হয়েছেন।
আগামী জানুয়ারিতে ক্ষমতায় বসতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প।
কালের আলো/ডিএইচ/কেএ