‘ঘুম চোখে বাইরে তাকিয়ে দেখি উপাচার্য দাঁড়িয়ে’
প্রকাশিতঃ 4:14 pm | October 01, 2024
নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
প্রতিদিনের মতো সকালের ক্লাস ধরতে ঘুম চোখেই প্রস্তুতি নিচ্ছিলেন ইমামুল হাসান সৌরভ। হঠাৎ কেউ একজন দরজায় কড়া নাড়লেন।
বললেন, ‘আপনি কি ফ্রি আছেন? স্যার এসেছেন’। ঘুম চোখেই সৌরভ বাইরে তাকিয়ে দেখলেন স্বয়ং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দাঁড়িয়ে আছেন।
মঙ্গলবার (১ অক্টোবর) ভোরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্জেন্ট জহুরুল হক হলে ঘটেছে এ ঘটনা। শিক্ষার্থীদের খোঁজ-খবর নিতে সকালে একাই হল ভ্রমণে গিয়েছেন ড. নিয়াজ আহমেদ খান।
সৌরভ বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি জহুরুল হক হলের ১৩৫/এ নম্বর কক্ষে থাকেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এভাবে তার কক্ষে যাবেন তা ভাবতেই পারেননি তিনি বলেন। সকাল সাড়ে ৮টার দিকের ঘটনা। আমি ৯টার ক্লাস ধরতে প্রস্তুতি নিচ্ছিলাম। এমনসময় একজন কর্মচারী এসে প্রথম ডাকলেন। পরে দেখি ভিসি স্যার বাইরে দাঁড়িয়ে আছেন।
সৌরভ বলেন, তিনি এসে আমাদের খোঁজ-খবর জিজ্ঞেস করলেন। আমরা ঠিকঠাক বেড-ডেক্স পেয়েছি কী না তা জিজ্ঞাসা করলেন। আমাদের দরজা খোলা ছিল বলেই হয়তো তিনি এই রুমে এসেছেন।
তিনি বলেন, আমরা স্যারকে জানালাম যে একরুমে চারজন থাকতে কষ্ট হয়। উনি আমাদের কথা শুনলেন। আমি বেশ অবাক হয়েছি। কারণ আগে প্রটোকলের কারণে আমরা কোনো উপাচার্যের সাথে দেখাই করতে পারতাম না।
জহুরুল হক হলের নিচতলায় স্বল্প সময়ে প্রদক্ষিণ করে উপাচার্য হল ত্যাগ করেন বলে জানা গেছে।
কালের আলো/ডিএইচ/কেএ