হাইওয়ে পুলিশ প্রশংসায় স্বরাষ্ট্রমন্ত্রী, সচিব ও আইজিপি

প্রকাশিতঃ 9:57 pm | June 11, 2024

বিশেষ সংবাদদাতা, কালের আলো:

‘সুশৃঙ্খল সুরক্ষিত মহাসড়ক’— এই মূলমন্ত্রে উজ্জীবিত বাংলাদেশ পুলিশের বিশেষায়িত ইউনিট হাইওয়ে পুলিশ। প্রতিষ্ঠালগ্ন থেকেই মহাসড়কে ডাকাতি, চুরি, ছিনতাই, চোরাচালান ও মাদক দমনে পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে পুলিশের বিশেষায়িত এই ইউনিটের প্রতিটি সদস্য। এছাড়াও দুর্ঘটনা রোধে সড়ক-মহাসড়কে অবৈধ মোটরযান, ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধেও সাফল্যের সঙ্গে পরিচালনা করে আসছে ব্যাপক কার্যক্রম। তারই ধারাবাহিকতায় বর্তমানে ভিডিও সম্বলিত আধুনিক স্পিডগান ব্যবহারে গাড়ির গতি নিয়ন্ত্রণের ফলে উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে সড়ক দুর্ঘটনাও।

ফলে হাইওয়ে পুলিশের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান কামাল, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব মো. জাহাংগীর আলম ও চৌধুরী আবদুল্লাহ আল-মামুন থেকে শুরু করে সবাই। মঙ্গলবার (১১জুন) সকালে রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটরিয়ামে বাংলাদেশ পুলিশের বিশেষায়িত ইউনিট হাইওয়ে পুলিশের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তাঁরা মহাসড়কের সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিতেও হাইওয়ে পুলিশ গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন।

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম-এর সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি মো. শাহাবুদ্দিন খান বিপিএম (বার)।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বেনজীর আহমদ, এমপি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব মো. জাহাংগীর আলম প্রমুখ।

অনুষ্ঠানে অতিরিক্ত আইজি (প্রশাসন) মোঃ কামরুল আহসান, স্পেশাল ব্রাঞ্চের প্রধান অতিরিক্ত আইজি মোঃ মনিরুল ইসলামসহ বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজি, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক-শ্রমিক নেতৃবৃন্দ এবং সড়ক পরিবহন সংশ্লিষ্ট নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মহাসড়কে যানবাহন চলাচলে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হাইওয়ে পুলিশ প্রশংসনীয় ভূমিকা
মহাসড়কে যানবাহন চলাচলে শৃঙ্খলায় হাইওয়ে পুলিশ প্রশংসা করেন স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান, এমপি। তিনি বলেন, ‘মহাসড়কে যানবাহন চলাচলে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হাইওয়ে পুলিশ প্রশংসনীয় ভূমিকা রাখছে। ট্রাফিক ব্যবস্থা স্বাভাবিক রাখার লক্ষ্যে ইতোমধ্যে হাইওয়ে পুলিশে ড্রোন সংযোজন করা হয়েছে।’

হাইওয়ে পুলিশের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, হাইওয়ে পুলিশের তৎপরতার ফলে গত ঈদুল ফিতরে জনগণের যাত্রা স্বস্তিদায়ক হয়েছে। মন্ত্রী আশা প্রকাশ করে বলেন, এবার ঈদুল আযহায়ও জনগণ নির্বিঘ্নে তাদের নিজ নিজ গন্তব্যে পৌঁছতে পারবেন। মন্ত্রী সড়কে নিরাপত্তা প্রদানের পাশাপাশি মাদক পরিবহন বন্ধে কাজ করার জন্য হাইওয়ে পুলিশকে নির্দেশনা প্রদান করেন।

ট্রাফিক আইন মেনে চলতে আহ্বান জননিরাপত্তা সচিব
জননিরাপত্তা বিভাগের সচিব মোঃ জাহাংগীর আলম বলেন, নিরাপদ সড়ক গড়ে তোলা শুধু হাইওয়ে পুলিশের একার পক্ষে সম্ভব নয়। এজন্য প্রয়োজন সড়ক ব্যবহারকারীদেরকে ট্রাফিক আইন মান্য করা। তিনি ট্রাফিক আইন মেনে চলার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

হাইওয়ে পুলিশের অস্তিত্ব সকল স্থানে দৃশ্যমান
সভাপতির বক্তব্যে আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম বলেন, হাইওয়ে পুলিশ আন্তরিকতার সাথে সড়কে শৃঙ্খলা বজায় রাখার জন্য কাজ করছে। আজ হাইওয়ে পুলিশের অস্তিত্ব সকল স্থানে দৃশ্যমান।

তিনি বলেন, আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া পশুবাহী কোন গাড়ি থামানো যাবে না বলে পুলিশের সকল ইউনিটকে ইতোমধ্যে নির্দেশনা প্রদান করা হয়েছে।

‘পুলিশ সফলতার সাথে দায়িত্ব পালনের মাধ্যমে দেশে শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে’-যোগ করেন আইজিপি।

আইজিপি বলেন, জনগণ যাতে নিরাপদে নিজ নিজ গন্তব্যে পৌঁছতে পারে সেজন্য হাইওয়ে পুলিশ, জেলা পুলিশসহ সংশ্লিষ্ট সকল পুলিশ ইউনিট আন্তরিকভাবে কাজ করছে।

জনপ্রত্যাশা পূরণে হাইওয়ে পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে
হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজি মো. শাহাবুদ্দিন খান, বিপিএম (বার) বলেন, নানা সীমাবদ্ধতা স্বত্বেও নিরাপদ সড়ক গঠনের জনপ্রত্যাশা পূরণে হাইওয়ে পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। তিনি হাইওয়ে পুলিশের জনবল বাড়ানো এবং আইন প্রয়োগে কঠোরতার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, আমাদের সেবার মান বাড়ানোর জন্য অনেক পদক্ষেপ নেওয়া হয়েছে। মহাসড়কে সিসি ক্যামেরা দ্বারা নিয়মিত মনিটরিং করা হয়। মহাসড়কে দায়িত্ব পালনকারী প্রতিটি সদস্য বডি-ওর্ন ক্যামেরা ব্যবহার করেন। যার মাধ্যমে হাইওয়ের পুলিশের কাজের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হচ্ছে। ঈদে ঘরমুখো মানুষের নিরাপদে বাড়ি ফেরা নিশ্চিত করতে অত্যাধুনিক ড্রোন ব্যবহার মহাসড়কে যানজট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

অনুষ্ঠানের শুরুতে হাইওয়ে পুলিশের সার্বিক কার্যক্রমের ওপর একটি ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। পরে এ উপলক্ষে একটি কেক কাটা হয়।

কালের আলো/এমএএএমকে